ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ যুবকের মৃত্যু

প্রকাশিত: ০৯:০৩, ২৮ ফেব্রুয়ারি ২০১৭

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর যাত্রাবাড়ীতে চাইনিজ রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ যুবকের মৃত্যু হয়েছে। এদিকে টিকাটুলিতে সেতুতে সাইনবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক মিস্ত্রি মারা গেছে। সোমবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর যাত্রাবাড়ীতে একটি চাইনিজ রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডারের পাইপ লিকেজের আগুনে দগ্ধ চাঁন মিয়ার (৩০) মৃত্যু হয়েছে। পাঁচদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে সোমবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, চাঁন মিয়ার শ্বাসনালীসহ ৫৭ শতাংশ পুড়ে গিয়েছিল। উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি সকালে কোনাপাড়া মমিনবাগ এলাকায় রেড চিলি চাইনিজ রেস্তোরাঁয় সিলিন্ডারের পাইপ লিকেজ হয়ে আগুন ধরে পাঁচজন দগ্ধ হন। ঘটনার পরদিন ২৩ ফেব্রুয়ারি ফারুক মিয়া (৪২) নামে একজনের মৃত্যু হয়।
×