ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হেসে জীবন কাটাতে পারিনি ॥ এরশাদ

প্রকাশিত: ০৮:৩৪, ২৮ ফেব্রুয়ারি ২০১৭

হেসে জীবন কাটাতে পারিনি ॥ এরশাদ

স্টাফ রিপোর্টার ॥ দেশের চলমান শিক্ষাব্যবস্থার পরিবর্তনের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেছেন, বর্তমান শিক্ষাব্যবস্থায় সিলেবাস-সূচী একটি সীমাবদ্ধতার মধ্যে আবদ্ধ। তাই সিলেবাস পরিবর্তন প্রয়োজন বলেও মনে করেন তিনি। সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় কচি কাঁচার মিলনায়তনে সাহিদুর রহমান টেপা রচিত ‘বাংলাদেশের রাজনীতি ১৯০৫ থেকে ২০১৬’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাপা চেয়ারম্যান বলেন, এখন ভাল মানের পড়ালেখা হয় না। ছাত্রছাত্রীরা আগের মতো বই, গল্প, কবিতা পড়তে চায় না। আগে কবিতা পড়তাম, ‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন যেন আমি ভাল হয়ে চলি’। কিন্তু ছাত্রছাত্রীরা সকালে উঠে ফেসবুক খুলে সময় নষ্ট করে। তিনি আরও বলেন, আমি সৈনিক ছিলাম। রাজনীতিবিদ হওয়ার চেষ্টা করেছি। কিন্তু রাজনীতির পথ খুব পিচ্ছিল। এ পথ খুব আঁকাবাঁকা। সৈনিকরা আঁকাবাঁকা পথে চলতে পারে না। অনেক কষ্ট করে এ পথে টিকে থাকতে হয়েছে। জানি না কতটুকু সফল হতে পেরেছি। আমরা বীরের জাতি উল্লেখ করে এরশাদ বলেন, আমরা দুইবার যুদ্ধ করেছি। একবার ব্রিটিশদের বিরুদ্ধে। আরেকবার পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে। ১৯৫২ সালে ভাষার জন্য রক্ত দিয়েছি। আমরা পরাধীন জাতি নই। আমাদের ইতিহাস বিরল, বাঙালী জাতি সাহসী জাতি। ব্যক্তিগত জীবনের কথা উল্লেখ করে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, আমার জীবন সুখের জীবন নয়। কষ্টের জীবন, দুঃখের জীবন। হেসে জীবন কাটাতে পারেনি। ঘর ও সন্তানের দিকেও দৃষ্টি দিতে পারিনি। উন্নত ও সুন্দর বাংলাদেশ চেয়েছিলাম। পৃথিবীতে মিলিটারির চেয়ে উন্নত পেশা নেই।
×