ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ডায়াবেটিস সচেতনতা দিবস আজ

প্রকাশিত: ০৫:৪৯, ২৮ ফেব্রুয়ারি ২০১৭

ডায়াবেটিস সচেতনতা দিবস আজ

ডায়াবেটিস রোগ সম্পর্কে জনগণকে সচেতন করে তোলার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মঙ্গলবার দেশব্যাপী ‘ডায়াবেটিস সচেতনতা দিবস’ ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ৬১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে। এ উপলক্ষে সকাল সাড়ে আটটায় জাতীয় জাদুঘরের সামনে থেকে টিএসসি পর্যন্ত একটি র‌্যালি হবে। দুপুর ১২টায় বারডেম অডিটোরিয়ামে এক আলোচনা সভায় বক্তব্য রাখবেন ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি মেজর জেনারেল অধ্যাপক এ আর খান (অব) মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন, বারডেমের মহাপরিচালক অধ্যাপক নাজমুন নাহার প্রমুখ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী। এছাড়া বেলা ১১টায় বারডেম অডিটোরিয়ামে বিশেষজ্ঞ চিকিৎসক ও রোগীদের মধ্যে আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে। এ ছাড়াও সকাল সাড়ে আটায় বিআইএইচএস’র উদ্যোগে মিরপুর বাঙলা কলেজের সামনে থেকে একটি পৃথক শোভাযাত্রা বের করা হবে। এছাড়াও নগরীর শাহবাগ ও ধানম-ির রবীন্দ্র সরোবরসহ বিভিন্ন এলাকায় বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হবে। ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল এ উপলক্ষে বিনামূল্যে হার্ট ক্যাম্পের আয়োজন করেছে।-বিজ্ঞপ্তি
×