ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কিডনি রোগে আক্রান্ত বাউল নিজামকে বাঁচাতে সাহায্যের হাত বাড়ান

প্রকাশিত: ০৫:৪৩, ২৮ ফেব্রুয়ারি ২০১৭

কিডনি রোগে আক্রান্ত বাউল নিজামকে বাঁচাতে সাহায্যের হাত বাড়ান

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত বাউল শিল্পী নিজাম সরকারের জীবন বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে দিই। তিনি কিডনিজনিত জটিল রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন। নেত্রকোনার প্রখ্যাত বাউল সাধক আলী হোসেন সরকার ও বাউল গীতিকার ছায়েদুন্নেছা সরকারের ছেলে নিজাম সরকার বর্তমানে রাজধানী ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ডাঃ আয়শা খানমের অধীনে চিকিৎসাধীন। সপ্তাহে দু’বার করে তার ডায়ালাইসিস করতে হয়। চিকিৎসক পরামর্শ দিয়েছেন- তাকে সম্পূর্ণভাবে সুস্থ করতে দ্রুত বিদেশে নিয়ে কিডনি প্রতিস্থাপন (ট্রান্সপ্লান্ট) প্রয়োজন। এর জন্য দরকার আনুমানিক ১২ লাখ টাকা। কিন্তু আর্থিকভাবে অস্বচ্ছল এই শিল্পীর পক্ষে এ বিপুল ব্যয়ভার বহন করা সম্ভব নয়। প্রসঙ্গত, বাউল নিজাম সরকারসহ তার সব ভাই-বোন গান গেয়ে জীবিকা নির্বাহ করেন। এরই মধ্যে চিকিৎসার খরচ জোগাতে পরিবারটি সহায়সম্বলহীন হয়ে পড়েছে। তাই নিজাম সরকারের স্বজনরা মানবিক সাহায্যের জন্য হাত পেতেছেন। আসুন, আমরা অসহায় শিল্পী নিজাম সরকার ও তার স্ত্রী-সন্তানদের আহ্বানে সাড়া দিই। প্রত্যেকে প্রত্যেকের সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে তাকে সুস্থ করে তুলি। যাতে তিনি আবার তার অসহায় স্ত্রী, সন্তান ও পরিবার-পরিজনদের মাঝে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন, মাতিয়ে তুলতে পারেন বাউল গানের আসর। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরেÑ ০১৭৪৬৯৭৬৫০৪। আর সাহায্য দিন এই হিসাবেÑসঞ্চয়ী হিসাব নং-রুবী আহমেদ, ০১০০০৫৭১১৩৭১০, জনতা ব্যাংক, সাতপাই শাখা, নেত্রকোনা। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে অথবা সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×