ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

হেলিকপ্টারে পাখি ঢুকে পড়ায় জরুরী অবতরণ

প্রকাশিত: ০৫:৩৮, ২৮ ফেব্রুয়ারি ২০১৭

হেলিকপ্টারে পাখি ঢুকে পড়ায় জরুরী অবতরণ

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২৭ ফেব্রুয়ারি ॥ বাজিতপুরে পাঁচ বিদেশীসহ মেঘনা গ্রুপের একটি হেলিকপ্টার জরুরী অবতরণ করেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। সোমবার দুপুর ১২টার দিকে পিরিজপুর ইউনিয়নের গয়েশপুর মিরারবন্দ হাওড়ে হেলিকপ্টারটি অবতরণ করে। পুলিশ ও স্থানীয়রা জানান, ইতালির একজন, কোরিয়ার দুইজন, ডেনমার্কের দুই নাগরিক নিয়ে হেলিকপ্টারটি ঢাকা থেকে সিলেট যাচ্ছিল। পথিমধ্যে হেলিকপ্টারের সামনের জানালার গ্লাস ভেঙে একটি পাখি ভেতরে ঢুকে পড়ে। এতে দুর্ঘটনার আশঙ্কা থাকায় হেলিকপ্টারটি মিরারবন্দ হাওড়ে জরুরী অবতরণ করে। পরে বিকেল পৌনে তিনটার দিকে হেলিকপ্টারটি বিদেশীদের নিয়ে সিলেটের উদ্দেশে বাজিতপুর ত্যাগ করে।
×