ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কাঁচপুরে সিনহা গ্রুপের কারখানায় অগ্নিকা-

প্রকাশিত: ০৪:৫৩, ২৮ ফেব্রুয়ারি ২০১৭

কাঁচপুরে সিনহা গ্রুপের কারখানায় অগ্নিকা-

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ২৭ ফেব্রুয়ারি ॥ সোনারগাঁও উপজেলার কাঁচপুর এলাকায় রফতানিমুখী শিল্প প্রতিষ্ঠান ওপেক্স এ্যান্ড সিনহা গ্রুপের ডেনিম কারখানায় অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। ওই গ্রুপের ১২ তলাবিশিষ্ট ভবনের ১২ তলায় সুইং সেকশনে অগ্নিকা-ে পুড়ে গেছে মেশিনারিজ, সুতা ও কাপড়সহ মূল্যবান মালামাল। অগ্নিকা-ের সময় কারখানাটি বন্ধ থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ৭টায়। জানা গেছে, কাঁচপুর এলাকায় ওপেক্স এ্যান্ড সিনহা গ্রুপের ১২ তলায় গার্মেন্টেসের সুইং সেকশনে সোমবার সকাল সাতটায় আকস্মিকভাবে অগ্নিকা- শুরু হয়। তা মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। অগ্নিকা-ের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ঢাকার ডেমরার ২টি ইউনিট, নারায়ণগঞ্জের হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও আড়াইহাজারে ১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে আগুনের ভয়াবহতা আরও বেড়ে গেলে ঢাকার হেডকোয়ার্টার থেকে আরও চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ১০টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকা-ের সূত্রপাতের কারণ জানাতে পারেনি কারখানা কর্তৃপক্ষ। অগ্নিকা-ে সুইং সেকশনের মেশিনারিজ, সুতা ও কাপড় পুড়ে গেছে। ওপেক্স এ্যান্ড সিনহা গ্রুপের ডেনিম খারখানার মহাব্যবস্থাপক (উৎপাদন) তাজোয়ার হোসেন জানান, রবিবার রাতে কারখানা বন্ধ করে সকল শ্রমিকরা বাড়িতে চলে যায়। সকালে কাজে যোগদান করার আগেই অগ্নিকা-ের সূত্রপাত ঘটেছে। কলাপাড়া নিজস্ব সংবাদদাতা কলাপাড়া থেকে জানান, কলাপাড়া পৌরশহরের সদর রোড এলাকায় আগুনে ১৩ ব্যবসায়ীর দোকানপাট পুড়ে গেছে। রবিবার রাত সাড়ে তিনটার সময় গুরুদেব মিষ্টান্ন ভা-ার থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে অপর দোকানিরা জানিয়েছেন। ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত এসে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ক্ষতিগ্রস্ত দোকানিরা হচ্ছে গুরুদেব মিষ্টান্ন ভা-ার, মোল্লা টেলিকম, দলিল লেখক আব্দুল হাকিম মুসল্লী, ডিম দোকানি আব্দুল জব্বার সিকদার, মুদি দোকানি মনির মৃধা, আবুল হোসেন, মোঃ ইউনুচ, আবুল কালাম, আব্দুল বারেক, গৌরহরির ও উত্তম ঘোষের দধির দোকান। কালকিনি নিজস্ব সংবাদদাতা কালকিনি, মাদারীপুর থেকে জানান, কালকিনি উপজেলার এনায়েতনগর ভূমি অফিসে রাতের আঁধারে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। ভূমি কর্মকর্তাদের অভিযোগ প্রতিহিংশা বসত এ অগ্নিকা-ের ঘটনা ঘটনো হয়েছে বলে জানান। সোমবার ভোর রাতে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, ভূমি অফিসের দরজার তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে আলমিরা ভেঙ্গে সমস্ত কাগজপত্র পুড়িয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। সকালে ওই অফিসের দায়িত্বরত সহকারী কর্মকর্তা বেলায়েত হোসেন এ ঘটনা দেখে কালকিনি থানা পুলিশকে খবর দেয়। পরে থানার এস আই আজিজুর রহমান, উপজেলা ভারপ্রাপ্ত ইউএনও মোঃ শরীফুল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এ অগ্নিসংযোগের ঘটনায় কালকিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঝিনাইদহ নিজস্ব সংবাদদাতা ঝিনাইদহ থেকে জানান, শহরের হাটের রাস্তায় ফার্নিসার মার্কেটে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। রবিবার মধ্যরাতের পর এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। আগুনে মার্কেটের ৪টি ফার্নিচারঘর ও দুটি অন্যান্য দোকান পুড়ে গেছে। আগুনে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছেন ব্যবসায়ীরা।
×