ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

খুলনা বিভাগে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

প্রকাশিত: ০৪:৫১, ২৮ ফেব্রুয়ারি ২০১৭

খুলনা বিভাগে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটির ডাকা খুলনা বিভাগে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। সোমবার দুপুরে খুলনা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে প্রশাসনের পক্ষ থেকে ধর্মঘট আহ্বানকারী ও সংশ্লিষ্ট নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা শেষে সন্ধ্যা সাতটা থেকে প্রত্যাহার এবং দুপুর থেকেই খুলনার অভ্যন্তরীণ রুটে সব ধরনের গাড়ি চলাচলের ঘোষণা দেয়া হয়। গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফারুক হোসেন এবং খুলনা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন বিপ্লব যৌথভাবে এ সিদ্ধান্তের কথা জানান। মতবিনিয়ময় সভায় সভাপতিত্ব করেন খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ ফারুক হোসেন। এ সময় খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) সুবাস চন্দ্র সাহা, খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব হাকিম, ভারপ্রাপ্ত পুলিশ সুপার এস এম শফিউলাহ, র‌্যাব-৬-এর অতিরিক্ত এসপি মোঃ এনায়েত হোসেন মান্নান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নূর-ই-আলম এবং বাস মালিক সমিতির সভাপতি আবদুল গাফ্ফার বিশ্বাস, খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী মোঃ সরওয়ার হোসেনসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
×