ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে গ্যাস সংযোগ পেতে ২৫ হাজার আবেদনকারীর হাহাকার

প্রকাশিত: ০৪:৫১, ২৮ ফেব্রুয়ারি ২০১৭

চট্টগ্রামে গ্যাস সংযোগ পেতে ২৫ হাজার আবেদনকারীর হাহাকার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী চট্টগ্রামে গ্যাসের জন্য হাহাকার চলছে। শিল্প কারখানায় গ্যাসের চাপ নেই, আবাসিক এলাকার রান্নায় চুলা জ্বলে তো জ্বলে না। কোন কোন এলাকায় সকাল থেকেই রাত পর্যন্ত থাকে না। গভীর রাতে আসে। যখন কোন প্রয়োজনীয়তা থাকে না। এ অবস্থায় এখন গৃহস্থালি কাজে গ্যাস ব্যবহারকারীরা রাত পর্যন্ত জেগে থাকে রান্নাবান্নার কাজ সেরে নিতে বাধ্য হচ্ছে। সরকারী নির্দেশে আবাসিক গ্যাস সংযোগ বন্ধ রয়েছে। চট্টগ্রাম মহানগরীতে গ্যাস সংযোগ প্রাপ্তির আবেদন করে অপেক্ষায় রয়েছে ২৫ সহস্রাধিক গ্রাহক। সংযোগ যাদের আছে তারা যেখানে গ্যাস পাচ্ছেন না সেখানে নতুন আবেদন বিবেচনায় আনার কোন সুযোগ নেই। এ অবস্থায় চট্টগ্রাম উত্তর এবং দক্ষিণ অঞ্চলে ২৫ হাজার আবেদনকারীর জন্য সংযোগ প্রদানের দাবি উঠেছে। সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরা হয়েছে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন চট্টগ্রাম গ্যাস, বিদ্যুৎ, পানি গ্রাহক ঐক্যজোট ও ঠিকাদার কল্যাণ সমিতির পক্ষে আলমগীর নূর। লিখিত বক্তব্যে জানানো হয়, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) অধীনে চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ অঞ্চলে গ্যাস সংযোগ পেতে অপেক্ষমাণ ২৫ হাজার গ্রাহকের জন্য মালামাল ক্রয় করা ও দফায় দফায় সরকারের উচ্চ পর্যায়ে আবেদন জানানো হয়েছে। এরপরও কেজিডিসিএল কর্তৃপক্ষ আবেদন আমলে না নিয়ে গ্যাস প্রাপ্তির জন্য অপেক্ষমাণদের বঞ্চিত রাখা হয়েছে। আবেদনের ১৫ কার্যদিবসের মধ্যে সার্ভিস লাইন নির্মাণ করে ৩ কার্যদিবসের মধ্যে কমিশন করে গ্যাস সংযোগ প্রদানের বাধ্যবাধকতা থাকলেও বছরের পর বছর এখনও গ্যাস সংযোগ মিলছে না।
×