ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফাইনালে টিসি স্পোর্টস

প্রকাশিত: ০৪:৩৪, ২৮ ফেব্রুয়ারি ২০১৭

ফাইনালে টিসি স্পোর্টস

স্পোর্টস রিপোর্টার ॥ তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে জিতে এবং অদ্ভুত ‘বুকের গোলে’ শেষ হাসি হাসল মালদ্বীপের ট্রাস্ট এ্যান্ড কেয়ার স্পোর্টস ক্লাব। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবলের প্রথম সেমিফাইনালে তারা ১-০ গোলে হারায় নেপালের মানাং মার্সিয়াংদি ক্লাবকে। ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবে ৫০০ ডলার পুরস্কার লাভ করেন টিসি স্পোর্টসের নেপালী গোলরক্ষক লিম্বু কিরণ কুমার। ৮৩ মিনিটে আযান মানাংয়ের বক্সের ভেতর উঁচু ক্রস ফেলেন এবং সেই বল ফসকে যায় গোলরক্ষক দিনেশ থাপা মাগারের। চলতি বলে বুক দিয়ে জালে পাঠিয়ে উল্লাসে ফেটে পড়েন টিসির অধিনায়ক নাফিউ আলী (১-০)। সোমবার চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচের প্রথমার্ধের স্কোরলাইন ছিল গোলশূন্য। এ জয়ে ফাইনালে উঠল টিসি স্পোর্টস। সেখানে তাদের প্রতিপক্ষ কে, তা জানা যাবে আজ অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক চট্টগ্রাম আবাহনী লিমিটেড বনাম পোচেয়ন সিটিজেন ফুটবল ক্লাবের ম্যাচটি হওয়ার পর। তবে গোলের বেশি সুযোগ পায় মালদ্বীপের ক্লাবটিই। পুরো ম্যাচে তারা ৫টি এবং মানাং ৩টি গোলের সুযোগ পায়। তবে একটি সুযোগ কাজে লাগিয়েই বাজিমাত করে ফেলে টিসি স্পোর্টস। হেরাথ শ্রীলঙ্কার টেস্ট অধিনায়ক স্পোর্টস রিপোর্টার ॥ নিয়মিত অধিনায়ক এ্যাঞ্জেলো ম্যাথুজ ইনজুরির জন্য দলে নেই। ঘরের মাটিতে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজে তাই শ্রীলঙ্কা দলকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ স্পিনার রঙ্গনা হেরাথ। এ নিয়ে দ্বিতীয়বারের মতো অধিনায়কের দায়িত্ব পালন করতে যাচ্ছেন তিনি। এর আগে জিম্বাবুইয়ের বিপক্ষে দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। সেবার ২-০ ব্যবধানে সিরিজ জিতেছিল লঙ্কানরা। হেরাথ সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কা দলের সবচেয়ে কার্যকরী বোলার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। বিশেষ করে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার মতো দলকে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজে হারিয়ে তিনি নায়ক বনে যান। অস্ট্রেলিয়ার বাঘা বাঘা ব্যাটসম্যানদের তিন টেস্টেই নাস্তানাবুদ করেন। তার ঘূর্ণি জাদুতে কুপোকাত হয় অস্ট্রেলিয়া দল। তিন ম্যাচের সেই টেস্ট সিরিজে ২৮ উইকেট নিয়েছিলেন হেরাথ। যা তিন ম্যাচ টেস্ট সিরিজে সবচেয়ে বেশি উইকেট নেয়ার নজির। অস্ট্রেলিয়ার বিপক্ষে পারফর্মেন্স তিনি জিম্বাবুইয়ের সফরেও অব্যাহত রাখেন। ২ ম্যাচ টেস্ট সিরিজে নেন ১৯ উইকেট। তবে সবশেষ দক্ষিণ আফ্রিকা সফরে খুব একটা সুবিধা করতে পারেননি। মাত্র ৩ উইকেট নিয়েছেন তিনি।
×