ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ওয়ার্ল্ড হকি লীগ প্রস্তুতি

ঘানার সঙ্গে ড্র করল বাংলাদেশ

প্রকাশিত: ০৪:৩৩, ২৮ ফেব্রুয়ারি ২০১৭

ঘানার সঙ্গে ড্র করল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ার্ল্ড হকি লীগ রাউন্ড টু-এর আগে তিন ম্যাচের প্রথম প্রস্তুতি ম্যাচে ঘানার কাছে ২-০ গোলে হারলেও দ্বিতীয় ম্যাচে হার এড়িয়েছে স্বাগতিক বাংলাদেশ। সোমবার মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে তারা ২-২ গোলে ড্র করে ঘানার সঙ্গে। স্বাগতিক দলের মিলন হোসেন এবং মামুনুর রহমান চয়ন ১টি করে গোল করেন। দু’দলের তৃতীয় ও শেষ ম্যাচটি হবে আগামী বুধবার। উল্লেখ্য, বিশ্ব হকির র‌্যাঙ্কিংয়ে ঘানার অবস্থান ৩৮। শক্তির বিচারে এগিয়ে থাকা বাংলাদেশের অবস্থান ৩২ নম্বরে। ওয়ার্ল্ড হকি লীগের ঘানার অবস্থান বাংলাদেশের বিপরীত পুলে হওয়ায় প্রস্তুতির শেষ ভরসা হিসেবে তাদের সঙ্গেই দেশের মাটিতে প্রস্তুতি ম্যাচের আয়োজন করে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। টানা গোলের রেকর্ড রিয়ালের স্পোর্টস রিপোর্টার ॥ ভিয়ারিয়ালকে হারানোর ম্যাচে অনন্য এক রেকর্ড গড়েছে রিয়াল মাদ্রিদ। সব ধরনের প্রতিযোগিতায় টানা ৪৪ ম্যাচে গোল করার রেকর্ড স্পর্শ করেছে স্প্যানিশ পরাশক্তিরা। ১৯৪৪ সালে কোন স্প্যানিশ ক্লাব হিসেবে বার্সিলোনা এই রেকর্ড গড়েছিল। পরশু রাতে স্প্যানিশ লা লিগায় দুই গোলে পিছিয়ে পড়েও ভিয়ারিয়ালকে ৩-২ গোলে হারায় রিয়াল। এতেই দারুণ রেকর্ডের সঙ্গী হয় গ্যালাক্টিকোরা। বুধবার ঘরের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে লাস পালমাসের বিপক্ষে গোল করতে পারলে স্প্যানিশ ক্লাব হিসেবে বার্সিলোনার ৭৩ বছরের গোলের রেকর্ড ভেঙ্গে দেবে রিয়াল। সবশেষ ২০১৬ সালের এপ্রিলে চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালের প্রথম লেগে ইতিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটি কোন গোল করতে দেয়নি রিয়ালকে। ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। এরপর জয়, পরাজয় কিংবা ড্র যাই হোক না কেন, প্রতিটি ম্যাচেই গোল করেছে রিয়াল।
×