ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ক্রিকেট লীগ

শান্ত-নাঈমের শতকে বড় সংগ্রহ উত্তরাঞ্চলের

প্রকাশিত: ০৪:৩৩, ২৮ ফেব্রুয়ারি ২০১৭

শান্ত-নাঈমের শতকে বড় সংগ্রহ উত্তরাঞ্চলের

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ক্রিকেট লীগে (বিসিএল) পঞ্চম রাউন্ডের দ্বিতীয় দিন দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন নাজমুল হোসেন শান্ত। এছাড়া শত হাঁকিয়ে অপরাজিত আছেন নাঈম ইসলাম। জোড়া শতকের সুবাদে দ্বিতীয় দিন প্রথম ইনিংসে ৬ উইকেটে ৪২২ রানের বড় সংগ্রহ পেয়েছে বিসিবি উত্তরাঞ্চল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে তারা ওয়ালটন মধ্যাঞ্চলের চেয়ে এগিয়ে গেছে ২৪১ রানে। ১৩৩ রানে অপরাজিত আছেন নাঈম। ম্যাচের প্রথম দিনে মাত্র ১৮১ রানেই গুটিয়ে গিয়েছিল মধ্যাঞ্চলের প্রথম ইনিংস। ওপেনার সাইফ হাসান সর্বোচ্চ ৬৩ রান করেছিলেন। স্পিনার সানজামুল ইসলাম ৪৫ রানে ৫টি আর পেস অলরাউন্ডার ফরহাদ রেজা ৪১ রানে ৩ উইকেট নিয়ে মধ্যাঞ্চলের সর্বনাশটা করেন। দিনশেষে ৩ উইকেটে ৬৩ রান তুলেছিল উত্তরাঞ্চল। বেশ বিপদেই পড়তে যাচ্ছে তারা এমনটাই মনে হয়েছিল। কিন্তু ওপেনার জুনায়েদ সিদ্দিকী তখনও ১৭ রানে অপরাজিত ছিলেন। তার সঙ্গে ৪ রান নিয়ে ব্যাট করছিলেন নাঈম। সোমবার দ্বিতীয় দিনে নেমে তৃতীয় উইকেটে তারা সবমিলিয়ে যোগ করেন ৪৯ রান। জুনায়েদ ৪১ রান করে সাজঘরে ফেরেন। বিপদটা তখন আরও ভালভাবেই নেমে আসে। কিন্তু পঞ্চম উইকেটে দারুণ এক জুটি গড়ে তোলেন নাঈম-শান্ত। মধ্যাঞ্চলের বোলারদের ওপর দাপট দেখান তারা। ১৯৭ রানের বিশাল এক জুটি গড়ে দলকে চালকের আসনে নিয়ে যান তারা দু’জন। নাঈম কিছুটা ধীরস্থির থাকলেও শান্ত ব্যাট চালিয়েছেন দ্রুতবেগে। দু’জনই সেঞ্চুরি পেয়ে যান। তবে শান্ত ১৪২ বলে ১৮ চারে ১২৩ রান করে সাজঘরে ফেরেন। এরপর নাসির হোসেন এসে বেশিক্ষণ টিকতে পারেননি। মাত্র ৮ রান করেই সাজঘরে ফিরেছেন। সপ্তম উইকেটে নাঈমকে দারুণ সঙ্গ দিয়েছেন উইকেটরক্ষক ধীমান ঘোষ। তিনি বেশ আক্রমণাত্মক মেজাজে ব্যাট চালিয়েছেন। পেয়ে যান অর্ধশতক। দিনের শেষ পর্যন্ত অবিচ্ছিন্ন থেকে নাঈম-ধীমান জুটি যোগ করেন ১০৯ রান। ২৭৫ বলে ১৯ চার ও ১ ছক্কায় ১৩৩ রান করে অপরাজিত থাকেন নাঈম। আর ধীমান ৭৫ বলে ৯ চারে ৬৪ রান করে এখন পর্যন্ত আছেন উইকেটে। দ্বিতীয় দিন আরও ৩৫৯ রান তুলেছে উত্তরাঞ্চল। সবমিলিয়ে ৬ উইকেট হারিয়ে তাদের এখন পর্যন্ত সংগ্রহ ৪২২। লিড নিয়েছে ২৪১ রানের। দুটি করে উইকেট নিয়েছেন শাহাদাত হোসেন ও শরীফুল্লাহ। স্কোর ॥ ওয়ালটন মধ্যাঞ্চল-বিসিবি উত্তরাঞ্চল ম্যাচ ॥ সিলেট মধ্যাঞ্চল প্রথম ইনিংস- ১৮১/১০; ৬৩.৫ ওভার (সাইফ ৬৩, তাইবুর ৪০, মেহরাব ২৬; সানজামুল ৫/৪৫, রেজা ৩/৪১)। উত্তরাঞ্চল প্রথম ইনিংস- প্রথম দিনশেষে ৬৩/৩; ২১ ওভার (জহুরুল ৩৫, জুনায়েদ ১৭*, নাঈম ৪*) ও দ্বিতীয় দিন- ৪২২/৬; ১০৯ ওভার (নাঈম ১৩৩*, শান্ত ১২৩, ধীমান ৬৪*, জুনায়েদ ৪১; শরীফুল্লাহ ২/৬৫, শাহাদাত ২/৯১)। *দ্বিতীয় দিনশেষে।
×