ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মহিলা ভলিবল উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা

প্রকাশিত: ০৪:৩১, ২৮ ফেব্রুয়ারি ২০১৭

মহিলা ভলিবল উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা

স্পোর্টস রিপোর্টার ॥ নারী ভলিবলের উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ভলিবল ফেডারেশন। এর অংশ হিসেবে নারী দলের জন্য বিদেশী কোচ নিয়োগ, মাসব্যাপী বিশেষ প্রশিক্ষণ ক্যাম্প ও বিভিন্ন দেশের জাতীয় দলের সঙ্গে প্রীতি ম্যাচে অংশগ্রহণের সুযোগসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে ফেডারেশন। আন্তর্জাতিক আসরগুলোতে শুধু অংশগ্রহণই না, পদক জেতাই লক্ষ্য বলে জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক। কিছুদিন আগেই দেশের মাটিতে হয়েছে আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্ট। এতে দারুণ সাফল্য দেখিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ পুরুষ ভলিবল দল। তবে দীর্ঘদিন পরিচর্যার অভাবে নারী ভলিবল দলের কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়েছে। পুরুষ দলের সাফল্যে উৎসাহী হয়ে এবার নারী দলের উন্নয়নে বেশকিছু কার্যক্রম হাতে নিয়েছে ফেডারেশন। এ লক্ষ্যে নিয়মিত উন্মুক্ত টুর্নামেন্টের আয়োজনসহ বিদেশী অভিজ্ঞ কোচ নিয়োগ ও দীর্ঘমেয়াদী ট্রেনিং ক্যাম্প ও ভারতের ঘরোয়া টুর্নামেন্টে অংশগ্রহণের ব্যবস্থা করছে ফেডারেশন। বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্টে ছেলেদের শিরোপা জেতানো ইরানী কোচ আলিপো আরোজিকে নিয়োগ দেয়া হয়েছে। নারী ভলিবল দলের উন্নয়নে ফেডারেশনের এসব উদ্যোগকে সফল করতে বিভিন্ন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এগিয়ে আসার প্রত্যাশা খেলোয়াড় ও ভলিবল সংশ্লিষ্টদের।
×