ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইব্রা ঝলকে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড

প্রকাশিত: ০৪:৩১, ২৮ ফেব্রুয়ারি ২০১৭

ইব্রা ঝলকে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড

স্পোর্টস রিপোর্টার ॥ সাত বছর পর আবারও ইংলিশ লীগ কাপ ফুটবলের শিরোপা জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। রবিবার রাতে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য ফাইনালে সাউদাম্পটনকে ৩-২ গোলে হারিয়েছে ম্যানইউ। লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে রেড ডেভিলসদের হয়ে জোড়া গোল করে নায়ক বনে যান সুইডিশ সুপারস্টার জ¬াতান ইব্রাহিমোভিচ। অপর গোলটি করেন জেশে লিনগার্ড। সাউদাম্পটনের হয়ে দুটি গোলই করেন ইতালিয়ান স্ট্রাইকার মানোলো গাব্বিয়াডিনি। এর আগে ম্যানইউ লীগ কাপে শিরোপা জিতেছিল ১৯৯২, ২০০৬, ২০০৯ ও ২০১০ সালে। এবার পঞ্চমবার ট্রফি জিতে আসরের দ্বিতীয় সেরা দল ইউনাইটেড। লীগ কাপে সর্বোচ্চ আটবার শিরোপা জিতেছে লিভারপুল। সবমিলিয়ে নিজেদের ইতিহাসে ৪২তম শিরোপা জিতে এখন ইংল্যান্ডের সফলতম দল ম্যানচেস্টার ইউনাইটেড। কমিউনিটি শিল্ডের পর ম্যানইউ কোচ হিসেবে দ্বিতীয় শিরোপা জিতলেন জোশে মরিনহো। তবে প্রতিযোগিতামূলক ফুটবলে এটিই রেড ডেভিলসদের হয়ে স্পেশাল ওয়ানের প্রথম ট্রফি। শুধু তাই নয়, ইউনাইটেডের প্রথম কোচ হিসেবে প্রথম মৌসুমেই শিরোপা জয়ের কীর্তি গড়েছেন পর্তুগীজ লৌহমানব। গত বছর ফরাসী ক্লাব পিএসজি থেকে ম্যানইউতে এসেছেন ইব্রাহিমোভিচ। ওল্ডট্রাফোর্ডে আসার পর থেকে যেন আরও অপ্রতিরোদ্য হয়ে উঠেছেন সাবেক সুইডিশ অধিনায়ক। ধারাবাহিকভাবে প্রতিটি ম্যাচেই বিস্ফোরক পারফর্মেন্স প্রদর্শন করে চলেছেন দীর্ঘকায় এই স্ট্রাইকার। লীগ কাপের ফাইনালেও দুই গোল করে নিজের জাত চিনিয়েছেন। বলতে গেলে একাই ম্যানইউকে মহামূল্যবান ট্রফি পাইয়ে দিয়েছেন। মাচের শুরুর দিকে ফ্রিকিক থেকে দুর্দান্ত গোল। এরপর ম্যাচ ২-২ গোলে সমতা থাকাবস্থায় ৮৭ মিনিটে চোখ ধাঁধানো হেড থেকে গোল করে ম্যানইউকে কাক্সিক্ষত ট্রফি উপহার দেন ৩৫ বছর বয়সী ইব্রা। ফাইনালে শুরু থেকেই ম্যানইউকে চেপে ধরে সাউদাম্পটন। ১১ মিনিটে কাক্সিক্ষত গোলও পায় তারা। লক্ষ্যভেদ করেন গাব্বিয়াডিনি। কিন্তু রেফারির বিতর্কিত সিদ্ধান্তে বেঁচে যায় ম্যানইউ। রেফারি অফসাইডের বাঁশি বাজান। কিন্তু গাব্বিয়াডিনি না, অফসাইডে ছিলেন রায়ান বার্ট্রান্ড। খেলার ধারার বিপরীতে ১৯ মিনিটে ইব্রাহিমোভিচের দারুণ ফ্রিকিকে এগিয়ে যায় রেড ডেভিলসরা। ডি বক্সের বাইরে থেকে নেয়া তীব্র গতির শট রোখার কোন সুযোগই পাননি সাউদাম্পটন গোলরক্ষক ফস্টার। পিছিয়ে পড়ার পর ২৮ মিনিটে গাব্বিয়াডিনি ও ৩২ মিনিটে ডুসান টাডিচের দুটি প্রচেষ্টা ব্যর্থ করে দেন ইউনাইটেড গোলরক্ষক ডেভিড ডি গিয়া। এরপর ৩৮ মিনিটে পাল্টা আক্রমণে ব্যবধান দ্বিগুণ করে ম্যানইউ। এবার গোল করেন লিনগার্ড। প্রথমার্ধের যোগ করা সময়ে গাব্বিয়াডিনিকে আর থামাতে পারেনি ম্যানইউ। দারুণ শটে ব্যবধান ২-১ করেন তিনি। বিরতির পর শুরুতেই সমতা ফেরায় সাউদাম্পটন। এবারও গোলদাতা দুর্দান্ত খেলা গাব্বিয়াডিনি। ইতালিয়ান এই স্ট্রাইকারের শট ফেরানোর কোন সুযোগই পাননি ম্যানইউ গোলরক্ষক। সমতা ফেরানোর পর ৬৩ মিনিটে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ নষ্ট হয় সাউদাম্পটনের। ওরিয়ল রোমেওর হেড সাইডপোস্টে লাগলে বেঁচে যায় ইউনাইটেড। এরপর বাদ বাকি সময়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ম্যানইউ। একের পর এক আক্রমণ শাণাতে থাকে। এরই মধ্যে ধারার বিপরীতে ৮৬ মিনিটে গোল প্রায় পেয়েই গিয়েছিল সাউদাম্পটন। কিন্তু জ্যাক স্টিভেনের প্রচেষ্টা গোললাইন থেকে হেড করে ফেরান ইব্রাহিমোভিচ। পরের মিনিটেই ভক্তদের আনন্দের আরও বড় উপলক্ষ এনে দেন এই সুইডিশ তারকা। আন্ডের হেরেরার ক্রস থেকে দারুণ হেডে ম্যানইউর শিরোপা নিশ্চিত করা গোলটি করেন ইব্রা। এই ম্যাচে তারকা স্ট্রাইকার ওয়েন রুনিকে মাঠেই নামাননি ম্যানইউ কোচ জোশে মরিনহো। সাইডবেঞ্চে ইংলিশ অধিনায়ক বার বার ছটফট করতে দেখা গেছে। ম্যাচের ৬৫ মিনিটে দেখা যায় রুনি সঙ্গে কথা বলছেন মরিনহো। তখন অনেকেই ভেবেছিলেন হয়ত মাঠে নামতে যাচ্ছেন তারকা এই ফুটবলার। কিন্তু না, সেটা হয়নি। এরপর ইব্রা জয়সূচক গোল করার পর একই দৃশ্য দেখা যায়। কিন্তু শেষমেষ স্পেশাল ওয়ান মাঠেই নামাননি রুনিকে। এদিকে ইংলিশ প্রিমিয়ার লীগে আবারও আলো ছড়িয়েছেন টটেনহ্যাম হটস্পারের হ্যারি কেন। নয় ম্যাচে এই ইংলিশ ফরোয়ার্ডের তৃতীয় হ্যাটট্রিকে উড়ে গেছে অতিথি স্টোক সিটি। লন্ডনে নিজেদের মাঠ হোয়াইট হার্ট লেনে ইপিএলের ম্যাচে ৪-০ ব্যবধানের জয় পেয়েছে টটেনহ্যাম। মাত্র ২৩ মিনিটে ৩ গোল করে দলের জয়ে সবচেয়ে বড় অবদান রাখেন কেন।
×