ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আঞ্জুম সুলতানা সীমা ও সাক্কুর মনোনয়ন ফরম সংগ্রহ

প্রকাশিত: ০৪:২৯, ২৮ ফেব্রুয়ারি ২০১৭

আঞ্জুম সুলতানা সীমা ও সাক্কুর মনোনয়ন ফরম সংগ্রহ

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২৭ ফেব্রুয়ারি ॥ কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন প্রবীণ আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আফজল খানের মেয়ে আঞ্জুম সুলতানা সীমা এবং বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও সদ্য সাবেক মেয়র মোঃ মনিরুল হক সাক্কু। এদিকে সোমবার পর্যন্ত মেয়র পদে চার জনসহ ২০৭ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এদিকে নির্বাচন সামনে রেখে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্ভাব্য প্রার্থীদের প্রচার বেশ তুঙ্গে। প্রার্থীরাও তাদের অবস্থান জানান দিয়ে ভোটারদের কাছে টানার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। জানা গেছে, আসন্ন এ সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন প্রবীণ আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আফজল খানের মেয়ে কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও সাবেক সিটি কাউন্সিলর আঞ্জুম সুলতানা সীমা। রবিবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারী বাসভবনে আওয়ামী লীগের সংসদীয় কমিটির বৈঠকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সীমার মনোনয়ন চূড়ান্ত করা হয়। এ খবর কুমিল্লায় ছড়িয়ে পড়লে সীমার সমর্থকরা আনন্দ মিছিল করে। এর আগে বিএনপি থেকে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মোঃ মনিরুল হক সাক্কুকে মনোনয়ন দেয়া হয়।
×