ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সেমিনারে যোগ দিতে আজ ভারত যাচ্ছেন নর্দান ভার্সিটির প্রোভিসি

প্রকাশিত: ০৪:২৮, ২৮ ফেব্রুয়ারি ২০১৭

সেমিনারে যোগ দিতে আজ ভারত যাচ্ছেন নর্দান ভার্সিটির প্রোভিসি

নর্দান ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল করীম ‘বাংলাভাষা ও সাহিত্য’ সম্পর্কে ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সেমিনারে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে আজ দুইদিনের সফরে কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন । আন্তর্জাতিক সেমিনারটি উদ্বোধন করবেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সব্যসাচী বসু রায় চৌধুরী। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ব ভারতী শান্তিনিকেতনের বিশিষ্ট অধ্যাপক অমিত্রসূদন ভট্টাচার্য। পশ্চিম বঙ্গের সকল বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন দেশ থেকে আগত প-িতবৃন্দ উক্ত সেমিনারে অংশগ্রহণ করবেন। ড. আনোয়ারুল করীম লালন ফকির ও বাউল সাধনার একজন অন্যতম গবেষক হিসেবে পরিচিত দেশে-বিদেশে। এছাড়া রবীন্দ্র সাহিত্যেও তার যথেষ্ট অবদান রয়েছে। তিনি কুষ্টিয়ার লালন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিজিটিং স্কলার। -বিজ্ঞপ্তি আলীগড় বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলনে প্রধান বক্তা এনইউ অধ্যাপক নাসির ইন্ডিয়ান ইউজিসির আমন্ত্রণে ভারতের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে ‘নলেজ জেনারেশন, ডিসকভারী ও নেটওয়ার্কিং (কেজিডেন) ২০১৭’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে ডেলিগেট হিসেবে যোগ দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ নাসির উদ্দীন। নলেজ ম্যানেজমেন্টের ওপর ১৫-১৬ ফেব্রুয়ারি দু’দিনব্যাপী এ সম্মেলনে তিনি প্রধান বক্তা ছাড়াও একাধিক সেশনের সভাপতি ও প্যানেলিস্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ‘লাইব্রেরিস ফর টোকাই ইন ঢাকা সিটি: এক্সপেরিয়েন্স শেয়ারিং অব এ সাকসেসফুল প্রজেক্ট’ শিরোনামের একটি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন, যা উপস্থিত দেশী-বিদেশী রিসোর্স পার্সনদের নিকট বিশেষভাবে সমাদৃত হয়। দক্ষিণ-পূর্ব এশিয়ার অধিকাংশ দেশ ছাড়াও ইউরোপ ও আমেরিকার শতাধিক তথ্যবিজ্ঞানী এ সম্মেলনে অংশগ্রহণ করেন। ড. মোঃ নাসিরের কৃতিত্বের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাকে অভিনন্দন জানিয়েছেন। -বিজ্ঞপ্তি
×