ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মির্জা সালমান ইস্পাহানি সোসাইটির নয়া চেয়ারম্যান

প্রকাশিত: ০৪:২৮, ২৮ ফেব্রুয়ারি ২০১৭

মির্জা সালমান ইস্পাহানি সোসাইটির নয়া চেয়ারম্যান

ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট এ্যান্ড হসপিটাল সোসাইটির ম্যানেজমেন্ট কমিটির ১৫১তম মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী মির্জা সালমান ইস্পাহানিকে সোসাইটির চেয়ারম্যান করা হয়েছে। মির্জা সালমান ইস্পাহানি প্রয়াত মির্জা আলি বেহরুজ ইস্পাহানির কনিষ্ঠ ভ্রাতা, বর্তমানে এম. এম. ইস্পাহানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পদে রয়েছেন। তাকে সম্প্রতি ইস্পাহানি ইসলামিয়া আই ইন্সটিটিউট ম্যানেজমেন্ট কমিটির সদস্য করা হয়। -বিজ্ঞপ্তি ছাত্রী সংস্থার ছয় কর্মী রিমান্ডে কোর্ট রিপোর্টার ॥ জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার ছয় কর্মীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় সোমবার ঢাকা মহানগর হাকিম সাজ্জাদুর রহমান এই রিমান্ডের আদেশ দেন। আসামিদের নাম খাদিজাতুল কোবরা জাকিয়া, নাছরিন আক্তার, নুশরাত শারমিন, মোসাঃ মাসুমা আক্তার, রওশন জাহান এবং ফাতেমাতুজ জোহরা। খেলছে ফিলিস্তিনী শিশুরা দুঃখ-যন্ত্রণা নিত্যসঙ্গী ফিলিস্তিনীদের ইসরাইল অধিকৃত ভূখ-ে সবসময় থাকতে হয় উচ্ছেদ আতঙ্কে। তবে এত কিছুর মাঝেও ফিলিস্তিনী শিশুরা যে একটু খেলতে চায়। করতে চায় আনন্দ। সোমবার হেবরনের কাছে ইসরাইলি বসতি সোসিয়ার কাছে ছোট্ট ফিলিস্তিনী শিশুদের খেলতে দেখা যায় -এএফপি স্ট্যাচু অব লিবার্টির সর্বনাশ! মিডিয়া ও সাংবাদিকদের ওপর বেজায় চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিছু মিডিয়ার সাংবাদিকদের হোয়াইট হাউসে ঢুকতে পর্যন্ত দেননি। তাদের সঙ্গে নৈশভোজেও অংশ নেবেন না। তবে ব্যতিক্রমী ভঙ্গিমায় এসব ঘটনার প্রতিবাদ হয়েছে জার্মানির ডুসেলডর্ফে একটি কার্নিভাল প্যারেডে। দেখা গেছে, একটি খোলা ট্রাকের ওপর স্ট্যাচু অব লিবার্টিকে পেছন থেকে সর্বনাশ করছেন ট্রাম্প -এএফপি
×