ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নির্মিতব্য ভবনের ফ্ল্যাট নম্বরসহ ক্লিনারদের মধ্যে চেক হস্তান্তর

প্রকাশিত: ০৪:২৭, ২৮ ফেব্রুয়ারি ২০১৭

নির্মিতব্য ভবনের ফ্ল্যাট নম্বরসহ ক্লিনারদের মধ্যে চেক হস্তান্তর

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন কর্পোরেশনের ঝুঁকিপূর্ণ ৯টি ভবনে বসবাসরত ক্লিনারদের অন্যত্র সরিয়ে তাদের জীবনমান উন্নয়নে নতুন ভবন নির্মাণ এবং আপদকালীন সময়ে বসবাসের লক্ষ্যে অস্থায়ীভাবে আবাসনের স্থান বরাদ্দ এবং এ সময়ের জন্য অনুদানের চেক হস্তান্তর ইত্যাদি কার্যক্রম গ্রহণ করেছেন। এ উপলক্ষে সোমবার ধলপুরের ক্লিনার কলোনিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিল্লাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লটারির মাধ্যমে নির্মিতব্য ভবনের ফ্ল্যাটের নম্বর ও অনুদানের চেক হস্তান্তর করেন। এ সময় প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমোডর এম কে বখতিয়ার, অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ, ডিএমপির এডিসি ইফতেখার আহমেদ, স্ক্যাভেঞ্জার্স ইউনিয়নের নেতা মোঃ আব্দুল লতিফসহ অন্য উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ক্লিনারদের সাময়িকভাবে বসবাসের স্থান বরাদ্দ দিয়ে পরিবার প্রতি অফেরতযোগ্য নগদ ত্রিশ হাজার টাকার চেক প্রদান করা হয়। পরবর্তীতে আরও পনেরো হাজার টাকা করে প্রদান করা হবে। দয়াগঞ্জে বসবাসরত ২৫৫ জন ক্লিনারদের জন্যও এ সপ্তাহের মধ্যে একইভাবে চেক প্রদানের ব্যবস্থা করা হবে। উল্লেখ্য, ধলপুরে নির্মাণাধীন ১০তলা ভবনে ২টিতে প্রতিটি ৪৭২ বর্গফুট আয়তনের ফ্ল্যাটে ১৯০টি পরিবার বসবাস করতে পারবে। -বিজ্ঞপ্তি নীল দলের নির্বাচনে রহমত-ফরহাদ পরিষদ জয়ী শেকৃবি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষকদের সংগঠন নীল দলের নির্বাচনে ‘রহমত-ফরহাদ’ পরিষদ পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছে। সোমবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল হক বেগ নির্বাচনের ফল ঘোষণা করেন। তিনি জানান, নির্বাচনে ৮৭ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। এর মধ্যে ‘রহমত-ফরহাদ’ পরিষদ ৯২ শতাংশ ভোট পেয়েছে। অপর পরিষদ পেয়েছে ৮ শতাংশ ভোট পেয়েছে। নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক নূর মো. রহমতউল্লাহ, সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন, সহ-সভাপতি পদে অধ্যাপক মো. হাসানুজ্জামান আকন্দ, কোষাধ্যক্ষ পদে অধ্যাপক ড. নাজমুন নাহার, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ইছাক, সাংগঠনিক সম্পাদক পদে সহযোগী অধ্যাপক ড. কে. বি. এম সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক পদে সহকারী অধ্যাপক খাইরুল কবির, সাংস্কৃতিক সম্পাদক পদে সহকারী অধ্যাপক দুলাল সরকার এবং সদস্যপদে অধ্যাপক ড. পরিমল কান্তি বিশ্বাস, অধ্যাপক জুলফিকার আহমেদ রেজা, মোঃ অলি আহাদ সেতু, মোঃ গোলাম রাব্বানী, মোঃ তোফায়েল হোসেন, মোঃ মহব্বত আলী, মারজানা ইয়াসমিন নির্বাচিত হয়েছেন। -বিজ্ঞপ্তি
×