ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

১ মার্চ থেকে ঢাকায় ডেনিম প্রদর্শনী

প্রকাশিত: ০৪:০৭, ২৮ ফেব্রুয়ারি ২০১৭

১ মার্চ থেকে ঢাকায় ডেনিম প্রদর্শনী

আগামী ১ মার্চ থেকে ঢাকায় শুরু হচ্ছে ডেনিম এ্যান্ড জিন্স প্রদর্শনী। সপ্তমবারের মতো এই প্রদর্শনীর আয়োজন করেছে ডেনিমস এ্যান্ড জিন্স ডটকম বাংলাদেশ। রাজধানীর র‌্যাডিসন হোটেলে দু’দিনব্যাপী এ প্রদর্শনী চলবে বলে সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রদর্শনীতে শুধু আমন্ত্রিতরাই প্রবেশের সুযোগ পাবেন। এজন্য আয়োজক প্রতিষ্ঠানের ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। ডেনিমস এ্যান্ড জিন্স ডটকমের প্রতিষ্ঠাতা সন্দীপ আগরওয়াল বলেন, ডেনিম ফেব্রিক্সের জন্য আন্তর্জাতিকভাবে বাংলাদেশ হচ্ছে দ্রুততম বর্ধনশীল গন্তব্য। প্রদর্শনীতে বাংলাদেশ, ভারত, তুর্কি, চীন, জার্মানি, স্পেন, ব্রাজিল, পাকিস্তান ও হংকংসহ বিভিন্ন দেশের ২৮টি প্রতিষ্ঠান এতে অংশ নেবে। -অর্থনৈতিক রিপোর্টার ২২ হাজার কোটি ডলারের মন্দ ঋণে জর্জরিত চীন ২০১৬ শেষে বিশ্বের দ্বিতীয় বৃহত অর্থনীতি চীনের মোট মন্দ ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২২ হাজার কোটি ডলার। দেশটির ক্রমবর্ধমান মন্দ ঋণ এরই মধ্যে ব্যাংককারদের জন্য বড় ধরনের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। চায়না ব্যাংকিং এ্যাসোসিয়েশন ও বহুজাতিক পরিষেবা সংস্থা প্রাইসওয়াটারহাউজকুপারসের (পিডব্লিউসি) প্রকাশিত এক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, জরিপে অংশগ্রহণকারী ১ হাজার ৭৯৪ জন ব্যাংকারের ৯০ শতাংশই গত বছরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে মন্দ ঋণের চাপের ফলে সৃষ্ট ঝুঁকি ব্যবস্থাপনাকে উল্লেখ করেছেন। গত বছরের শেষ নাগাদ চীনের বাণিজ্যিক ব্যাংকগুলোর মন্দ ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২২ হাজার কোটি ডলার, যা তৃতীয় প্রান্তিক শেষের চেয়ে প্রায় ২৬৬ কোটি ডলার বেশি। -অর্থনৈতিক রিপোর্টার
×