ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে দর সংশোধন

প্রকাশিত: ০৪:০১, ২৮ ফেব্রুয়ারি ২০১৭

পুঁজিবাজারে দর সংশোধন

অর্থনৈতিক রিপোর্টার ॥ টানা চার কার্যদিবস দরবৃদ্ধির পর সোমবার দর সংশোধন হয়েছে পুঁজিবাজারে। দুই বাজারেই মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আগের দিনের তুলনায় লেনদেনও কমেছে। মূলত বিনিয়োগকারীদের মুনাফা তোলার প্রবণতার কারণেই সূচকের এই নিম্নমুখী প্রবণতা। তবে সার্বিক বাজারে সূচকের পতন হলেও লভ্যাংশ ঘোষণা করতে যাওয়া ব্যাংক ও আর্থিক খাতের বেশিরভাগ কোম্পানির দর বেড়েছে। বিশেষ করে লভ্যাংশ ঘোষণার পরও লঙ্কা বাংলা ফাইন্যান্সের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহের কমতি ছিল না সোমবারও। বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এক হাজার ২০ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৩৭২ কোটি ৮৯ লাখ টাকা কম। রবিবার ডিএসইতে এক হাজার ৩৯৩ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ১৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ১৪ পয়েন্ট কমে ৫ হাজার ৬২০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৩০৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে দুই হাজার ২৯ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : লঙ্কা বাংলা ফাইন্যান্স, ইসলামী ব্যাংক, তিতাস গ্যাস, একটিভ ফাইন, বারাকা পাওয়ার, ওরিয়ন ফার্মা, সিঙ্গার বিডি, এএফসি এ্যাগ্রো, বেক্সিমকো ও এ্যাপোলো ইস্পাত। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : প্রিমিয়ার লিজিং, গোল্ডেন হার্ভেস্ট, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, বেলিজিং, বিডি ফাইন্যান্স, লঙ্কা বাংলা ফাইন্যান্স, ফনিক্স ফাইন্যান্স, ফাস ফাইন্যান্স, ন্যাশনাল টি ও জেমিনি সী ফুড। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৫৯ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৪১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৩৯১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭৮টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : বারাকা পাওয়ার, ইসলামী ব্যাংক, লঙ্কা বাংলা ফাইন্যান্স, বেক্সিমকো, বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক, তিতাস গ্যাস, ফনিক্স ফাইন্যান্স, সিঙ্গার বিডি, কেয়া কসমেটিকস ও একটিভ ফাইন।
×