ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরীর জন্মদিন কাল

প্রকাশিত: ০৩:৫৩, ২৮ ফেব্রুয়ারি ২০১৭

দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরীর জন্মদিন কাল

সংস্কৃতি ডেস্ক ॥ দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরীর জন্ম দিন কাল। ১৯২৯ সালের ১ মার্চ হবিগঞ্জের শাখাবরাক নদীর তীরে মুকিমপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। সামাজিক সংস্কার, অর্থনৈতিক দুরবস্থা, প্রবাসী জীবনযাপন এবং বৈচিত্র্যময় কর্মজীবনের অভিজ্ঞতা তাকে লেখক হিসেবে আত্মপ্রকাশে তাড়িত করে। পাকিস্তানে অবস্থানকালে বাঙালীর আর্থ-সামাজিক বৈষম্য এবং ধর্মের নামে পাপাচার তাকে ক্ষুব্ধ করে, ফলে ১৯৬১ সালে পাকিস্তান বিমানবাহিনীর চাকরি ছেড়ে ব্রিটিশ বিমানবাহিনীতে কর্মরত অবস্থায় পত্রপত্রিকায় লেখালেখি শুরু করেন। ধর্ম ও দর্শনভিত্তিক একাধিক গ্রন্থের পা-ুলিপি ‘নাম মোছা যায় না’ (১৯৬৩), ‘বাইবেলে সত্য নবী মুহাম্মদ (সা)’ (১৯৬৮), ‘ধর্মের নির্যাস’ (১৯৬৫), ‘ইসলাম ও সমাজতন্ত্র’ (১৯৬৯), ‘পথ’ (১৯৬৩-১৯৯১)। ধর্ম ও বিজ্ঞান নিয়ে গবেষণা, যৌক্তিকতার বিচার-বিশ্লেষণ ও মূল্যায়ন করে দ্রোহী কথাসাহত্যিক আব্দুর রউফ চৌধুরী লিখেছেন ‘যে কথা বলা যায় না’ ও ‘প্রফেট মোহাম্মদ’। ‘প্রফেট মোহাম্মদ’ অবশ্য ‘নতুন দিগন্ত’ উপন্যাসের ‘নথিপত্র’, যদিও তা স্বতন্ত্র একটি গ্রন্থ হতে পারত।
×