ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নাহিদ সোমার ‘রংধনু’

প্রকাশিত: ০৩:৫২, ২৮ ফেব্রুয়ারি ২০১৭

নাহিদ সোমার ‘রংধনু’

স্টাফ রিপোর্টার ॥ এই সময়ের সম্ভাবনাময় শিল্পী নাহিদ সোমা। পেশায় একজন আইনজীবী হলেও সঙ্গীতের সঙ্গে তার বসবাস দীর্ঘদিনের। যদিও অন্য শিল্পীদের মতো নিয়মিত গান করেননি কখনও। কারণ তিনি মনে করেন ভাল কিছুর জন্য ভাল প্রস্তুতিটা জরুরী। সে কারণেই প্রস্তুতি নিয়ে দীর্ঘদিন অনুশীলন শেষে ‘রংধনু’ শিরোনামের একটি গানের মাধ্যমে অভিষেক হতে যাচ্ছে তার। এটি মৌলিক গান। যার কথা, সুর, কণ্ঠ তিনি নিজেই দিয়েছেন। গানটি নিয়ে যথেষ্ট আশাবাদী নাহিদ সোমা তার অনুভূতিতে বলেন। এটি আমার প্রথম গান। অনুভূতি অবশ্যই অন্য রকম। ভীষণ এক্সাইডেট। আমার দীর্ঘদিনের স্বপ্ন অবশেষে পুর্ণ হতে চলেছে। খুব ভাল লাগছে। গানটির সঙ্গীতায়জন করেছেন ফরিদ আহমদ। ভিডিও ভাবনা ও নির্দেশনার কাজটি করেছেন দীপু হাজরা। সম্প্রতি মালয়েশিয়ার প্রায় ৩০টি মনোরম লোকশনে এ গানের দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। মালয়েশিয়ায় শূটিং করা প্রসঙ্গে নাহিদ সোমা বলেন, আমি আমার গানটি নির্দেশক দীপু হাজরাকে তৈরি করার জন্য অনুরোধ করি। তিনিও রাজি হন। গানটি শুনে তিনি তার ভিডিও ভাবনাগুলো আমার সঙ্গে শেয়ার করেন। আমারও ভাল লেগে যায়। কারণ পুরো গানের মধ্যে অসাধারণ একটি গল্প রয়েছে। যেটির বাস্তব রূপ দিতে মালয়েশিয়ায় উপযুক্ত স্থান মনে হয়েছে। তাই সেখানেই কাজটি করেছি। সঙ্গীত ক্যারিয়ারে ভবিষ্যতে পরিকল্পনা প্রসঙ্গে নাহিদ সোমা বলেন, আমি সঙ্গীতাঙ্গনে নবীন হিসেবে পা রাখলাম। দর্শক-শ্রোতাদের হৃদয় জয় করে আরও নতুন গান উপহার দিতে চাই। এ জন্য সবার কাছে দোয়া ও সহযোগিতা চান তিনি।
×