ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘টাইটানিক’ খ্যাত অভিনেতা বিল প্যাক্সটন আর নেই

প্রকাশিত: ০৩:৫২, ২৮ ফেব্রুয়ারি ২০১৭

‘টাইটানিক’ খ্যাত অভিনেতা বিল প্যাক্সটন আর নেই

সংস্কৃতি ডেস্ক ॥ বিশ্বখ্যাত হলিউড অভিনেতা বিল প্যাক্সটন চলে গেছেন না ফেরার দেশে। শনিবার তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। মার্কিনী একাধিক গণমাধ্যমে তার মৃত্যুর সংবাদ দিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। তিনি ‘এ্যালিয়েন্স’ ও ‘টাইটানিক’ চলচ্চিত্রে অনবদ্য অভিনয় করে সুপরিচিত হন বিল প্যাক্সটন। বিল প্যাক্সটন অস্ত্রোপচারের পর স্বাস্থ্যগত জটিলতায় ভুগছিলেন। টেক্সাসের এই অভিনেতার চলচ্চিত্রগুলোর মধ্যে ‘টার্মিনেটর’, ‘এ্যাপোলো ১৩’, ‘ট্রু লাইস’, ‘টাইটানিক’ ও ১৯৯৬ সালের ‘টুইস্টার’ বিশ্বব্যাপী ব্যাপক সফলতা পায়। ‘টুইস্টার’ এ তিনি হেলেন হান্টের বিপরীতে অভিনয় করেন। তার স্ত্রী লুইস নিউবুরি (৩০) ও তাদের দুই সন্তান জেমস এবং লিডিয়া রয়েছে। প্যাক্সটন টিভি মিনি সিরিজ ‘হ্যাটফিল্ডস’ ও ‘ম্যাককয়স’এ অভিনয় করে এ্যামি পুরস্কার লাভ করেন। এইচবিও ড্রামা ‘বিগ লাভ’ এ অনবদ্য অভিনয়ের জন্য তিনি ‘গোল্ডেন গ্লোব’ এ সেরা অভিনেতা হিসেবে মনোনয়ন পান। মৃত্যুকালে তিনি ইউএস নেটওয়ার্কের সিবিএসএর থ্রিলারধর্মী টিভি সিরিজ ‘ট্রেইনিং ডে’ তে অভিনয় করছিলেন। তিনি এলএপিটি কর্মকর্তা ডিটেকটিভ ফ্রাঙ্ক রুর্কের চরিত্রে অভিনয় করছিলেন। তার মৃত্যুতে হলিউডসহ অভিনয় জগতের মানুষরা শোক জানিয়েছেন।
×