ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নারকেল ভেঙ্গে বিশ্বরেকর্ড!

প্রকাশিত: ০৩:৪৮, ২৮ ফেব্রুয়ারি ২০১৭

নারকেল ভেঙ্গে বিশ্বরেকর্ড!

জার্মানির মুহাম্মদ কারিম্যানোভিক খালি হাতে মাত্র এক মিনিটে ১১৮টি নারকেল ভেঙ্গে বিশ্বরেকর্ড করেছিলেন। সে রেকর্ড ভেঙ্গে এগিয়ে গেলেন ভারতের এক যুবক। কেরলের পুঞ্জর এলাকার আবেশ পি ডমেনিক (২৪) নতুন রেকর্ডটি করলেন। কেরলের রাজ্য পরিবহন সংস্থার কর্মচারী আবেশ এক মিনিটে ১৪৫টি নারকেল ভেঙ্গেছেন। যদিও পুরোপুরি ভাঙতে সমর্থ হন ১২৪টি। -এবেলা দুই দেশ, দুই ভাই... বিশ্বব্যাপী চলমান উত্তেজনা ও সংঘাতের মাঝেই প্রতিবেশী দুই দেশ হাঙ্গেরি ও পোল্যান্ডের বন্ধুত্ব প্রশংসিত হয়েছে। তারা ২৩ মার্চকে ‘হাঙ্গেরীয়-পোলিশ বন্ধুত্ব দিবস’ হিসেবে পালন করে। সে দিনটিতে এমনকি দুই দেশের সীমান্তও খুলে যায় পরস্পরের জন্য। দিনটি সরকারী ছুটি। ২০০৭ সালে উভয় দেশের পার্লামেন্ট সর্বসম্মতভাবে দিবসটি পালনের ঘোষণা দেয়। চতুর্দশ শতাব্দীতে হাঙ্গেরীর রাজা লুই গ্রেট পোলিশ সিংহাসনও মামার উত্তরাধিকারসূত্রে পান। তার মৃত্যুর পর লুইর মেয়ে জাডউইগা পোল্যান্ডের প্রথম রানী হন। -ওয়েবসাইট
×