ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাদিয়ার মৃত্যুর জন্য দায়ী বাসচালক রিমান্ডে

প্রকাশিত: ০১:২৩, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

সাদিয়ার মৃত্যুর জন্য দায়ী বাসচালক রিমান্ডে

স্টাফ রিপোর্টার ॥ পুরানো ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজের শিক্ষার্থী সাদিয়া হাসানের মৃত্যুর জন্য দায়ী সেই বাস চালক রিয়াজ বাঘাকে একদিনের রিমান্ড নিয়েছে পুলিশ। সোমবার দুপুরে ঢাকা মহানগর হাকিম গোলাম নবী তাকে একদিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা বংশাল থানার এসআই রোকনউদ্দিন জানান, রবিবার রাতে গোপন সংবাদ পেয়ে রাজধানীর মিরপুর এলাকা থেকে বাস চালক রিয়াজ বাঘাকে আটক করা হয়। সোমবার দুপুরে গ্রেফতারকৃত রিয়াজকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তিনি। এসআই রোকনউদ্দিন জানান, গ্রেফতারকৃত রিয়াজ তানজিল পরিবহনের চালক। গত শনিবার সকালে সাদিয়া ও তাঁর মা রাজশাহী থেকে ট্রেনে কমলাপুর আসেন। সেখান থেকে অটোরিকশায় করে হোস্টেলে যাচ্ছিলেন তাঁরা। পথে বংশাল থানার নর্থসাউথ রোড এলাকায় তাঁদের বহনকারী অটোরিকশাটিকে ধাক্কা দেয় তানজিল পরিবহন নামে ওই বাসটি। এতে সাদিয়া মারা যায় আর তাঁর মা গুরুতর আহত হন। সাদিয়া ন্যাশনাল মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের ছাত্রী ছিলেন। বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, রবিবার রাতে বাসটি জব্দ করা হয়েছে। একই সঙ্গে চালকসহ তার সহকারী মিলনকেও গ্রেফতার করা হয়।
×