ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়লেন মুশফিকরা

প্রকাশিত: ০১:১৬, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়লেন মুশফিকরা

অনলাইন রিপোর্টার ॥ শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে সোমবার দুপুরে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। যদিও এদিন শুধুমাত্র ১৬ সদস্যের টেস্ট দল মুশফিকের নেতৃত্বে রওয়ানা হয়েছে। সীমিত ফরম্যাটের ক্রিকেটাররা কলম্বো টেস্ট শেষ হওয়ার আগেই দলের সঙ্গে যোগ দেবেন। সিরিজে দুই দলের আসল লড়াই শুরু হবে ৭ মার্চ গলে প্রথম টেস্ট দিয়ে। এর আগে ২ ও ৩ মার্চ দুইদিনের একটি প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। এই সফরে বাংলাদেশ দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। একই সঙ্গে বাংলাদেশ তাদের টেস্ট ক্রিকেটে নতুন এক মাইলফকে পৌঁছাবে এই সফরেই। কলম্বোতে অনুষ্ঠিতব্য দ্বিতীয় টেস্টটি টাইগারদের শততম টেস্ট ম্যাচ। ৭ থেকে ১৯ মার্চের পর টেস্ট সিরিজ শেষ হলে ওয়ানডে সিরিজের আগে একটি প্রস্তুতিমূলক ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১৫ মার্চ থেকে ১ এপ্রিল তিনটি ওয়ানডে খেলবে সফরকারীরা। ওয়ানডে শেষে ৪ ও ৬ এপ্রিল দুটি টি-টোয়েন্টি দিয়ে ৪০ দিনের সফর শেষ করবে মাশরাফি-মুশফিকরা। এর আগে ২০১৩ সালে সর্বশেষ শ্রীলঙ্কা সফর করেছিল বাংলাদেশ। সেবার তিন ফরম্যাট মিলিয়ে একটি মাত্র ম্যাচ জিতেছিল সফরকারী দল। গত কয়েক বছরে বাংলাদেশ অনেক উন্নতি করায় শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজে ভালো কিছুর প্রত্যাশা করছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। বাংলাদেশ টেস্ট স্কোয়াড : মুশফিকুর রহিম, কামরুল ইসলাম রাব্বি, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, মুস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, সাকিব আল হাসান, সৌম্য সরকার, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, তামিম ইকবাল, রুবেল হোসেন ও শুভাশিষ রায়।
×