ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শ্রীপুরে চাকুরীর প্রলোভন দেখিয়ে গণধর্ষণের ঘটনায় থানায় মামলা

প্রকাশিত: ০০:৩৪, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

শ্রীপুরে চাকুরীর প্রলোভন দেখিয়ে গণধর্ষণের ঘটনায় থানায় মামলা

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরের শ্রীপুরে চাকুরীর প্রলোভন দেখিয়ে বনে নিয়ে এক যুবতীকে গণধর্ষণের ঘটনায় চার ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গণধর্ষণের শিকার ওই নারী বাদী হয়ে এ মামলা দায়ের করেন। সোমবার শহীদ তাজউদ্দিন আহাম্মদ মেডিকেল কলেজ হাসপাতালে ধর্ষিতার পরীক্ষা সম্পন্ন হয়। শ্রীপুর মডেল থানার ওসি আসাদুজ্জামান মামলার উদ্ধৃতি দিয়ে জানান, গত কিছুদিন ধরে ক’বখাটে যুবক কারখানায় চাকুরি দেয়ার কথা বলে মোবাইল ফোনে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সতেরবাড়ী গ্রামের দু’যুবতীকে প্রলোভন দিয়ে আসছিল। প্রলোভনে পড়ে ওই দু’যুবতী গত শনিবার দুপরে শ্রীপুর রেলস্টেশনে আসে। এসময় বখাটেরা কৌশলে তাদেরকে স্থানীয় সাতখামাইর এলাকার ডাকাত ভিটার গভীর গজারী বনে নিয়ে যায়। সেখানে চার যুবক তাদের ধর্ষণের চেষ্টা করলে এক যুবতী দৌড়ে পালিয়ে যায়। পরে যুবকরা অপর যুবতীকে (১৮) পালাক্রমে ধর্ষণ করে। এঘটনায় ধর্ষিতা বাদী হয়ে শ্রীপুর উপজেলার ডালেশ্বর গ্রামের গেন্দু মিয়ার পুত্র রাসেদুল (২২), লাল মিয়ার পুত্র রফিকুল (২৩), আবুল হাশেমের পুত্র সেলিম (১৮) ও আবুল হোসেনকে (২৬) আসামী করে শ্রীপুর মডেল থানায় মামলা দায়ের করে। এ ব্যাপারে ভিকটিম সোমবার আদালতে জবান বন্দি প্রদান করে। একই দিনে শহীদ তাজউদ্দিন আহাম্মদ মেডিকেল কলেজ হাসপাতালে তার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। তবে ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে।
×