ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গোবিন্দপুর থেকে বিপুল বিস্ফোরক সামগ্রী উদ্ধার করলো বিজিবি

প্রকাশিত: ০০:২৩, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

গোবিন্দপুর থেকে বিপুল বিস্ফোরক সামগ্রী উদ্ধার করলো বিজিবি

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ যে কোন স্থানে বড় ধরনের নাশকতামূলক কর্মকান্ড ঘটানোর জন্য মজুদ রাখা বিস্ফোরক সামগ্রী উদ্ধার করে সাধারন মানুষকে রক্ষা করলো বিজিবি। সোমবার ভোর রাতে জেলার মাধবপুর উপজেলাধীন সীমান্তবর্তী এলাকা গোবিন্দপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমান পেট্রোল বোমা সহ তৎসংশ্লিস্ট দ্রবাদি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র একদল চৌকস জোয়ান। বিজিবি’র শ্রীমঙ্গলস্থ ৫৫ ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাত সাড়ে ৩ টার দিকে ওই গ্রামের বাসিন্দা জনৈক আব্দুর রাজ্জাকের ছেলে সুজন মিয়ার বাড়ী সংলগ্ন একটি পরিত্যক্ত টয়লেটের ট্যাংকির ভেতর থেকে ২৭ টি পেট্রোল বোমা, ৪৮ টি ককটেল, ৫ টি কৌটা, ১ লিটার পেট্রোল ও ১ টি মোমবাতি উদ্ধার করে তারা। তিনি আরও জানান, এইসব বোমা ও সরঞ্জাম একটি স্কুল ব্যাগের ভেতর লোকানো ছিল। এদিকে সূত্র জানায়, এইসব ক্ষতিকর বস্তু কে বা কারা মজুদ করেছিল তা এখন পর্যন্ত বের করা সম্ভব না হলেও গোপন তদন্ত চালানো হচ্ছে। আরও জানা গেছে, সীমান্ত বা তৎসংশ্লিস্ট উপজেলা নয়তো জেলার যে কোন স্থানে বড় ধরনের নাশকতামূলক কর্মকান্ডঘটানোর জন্যই কোন রাজনৈতিক মতাদর্শী ব্যক্তি বা সন্ত্রাসীরা এইসব বিস্ফোরক মিশ্রিত বস্তু মজুদ করেছিল। তবে বিজিবি’র ওই ব্যাটেলিয়ানের দুরদর্শীতায় তা পন্ড হওয়ায় এলাকার সাধারন মানুষ বড় ধরনের অঘটনের হাত থেকে রক্ষা পেল। এদিকে এলাকার সাধারন মানুষের দাবী, এই এলাকায় আরও কোন স্থানে এমন ধরনের বিস্ফোরক দ্রব্য রয়েছে কিনা তা আইনশৃংখলা বাহিনী তল্লাশী চালিয়ে দেখা প্রয়োজন।
×