ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাঁশখালীতে জমির বিরোধের জের ধরে সংঘর্ষ

প্রকাশিত: ০০:০৬, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

বাঁশখালীতে জমির বিরোধের জের ধরে সংঘর্ষ

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী ॥ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথারিয়া ইউনিয়নের দিঘীর পাড়া এলাকায় জায়গা জমির বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর ১ টার দিকে সংঘর্ষে উভয় পক্ষের গুলিবিদ্ধ ৫ সহ আহত হয়েছে অন্তত ৯ জন। সংঘর্ষ চলাকালীন সময়ে উভয় পক্ষের মধ্যে কমপক্ষে ৮ রাউন্ড গুলিবিনিময়ের ঘটনা ঘটে। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় ৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে কর্তব্যরত চিকিৎসক। সংঘর্ষের ঘটনায় এলাকায় উভয় পক্ষের লোকদের মধ্যে উত্তেজনা চলছে। স্থানীয় সূত্রে জানা যায়, কাথারিয়া ইউপি’র ৯নং ওয়ার্ডের নুরুল আলম ও রাশেদ গংদের মধ্যে পারিবারিক জায়গা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরে সোমবার তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে উভয় পক্ষের মধ্যে ৮ রাউন্ড গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। সংঘর্ষে গুলিবিদ্ধরা হলেন, মোঃ রাশেদ (৩০), মরিয়ম বেগম (২৭), আজগর হোছাইন (৩০), নুরুল ইসলাম (৪২)কে আশংকাজনক অবস্থায় চমেকে ভর্তি করা হয়েছে। আহত অন্যান্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা যায়।
×