ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নাটোরে পুনরায় যাচাই-বাছাইয়ের দাবিতে মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন

প্রকাশিত: ২৩:৪৮, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

নাটোরে পুনরায় যাচাই-বাছাইয়ের দাবিতে মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, নাটোর ॥ নাটোরে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির তৈরি তালিকা বাতিল ও পুনরায় যাচাই-বাছাইয়ের দাবিতে সংবাদ সম্মেলন করেছে আবেদনকারী সংক্ষুব্ধ মুক্তিযোদ্ধারা। সোমবার দুপুরে নাটোর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রেজাউল করিম খাঁন। এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন মুকুল সাহা, হেলাল হোসেনসহ অন্যান্যরা। লিখিত বক্তব্যে বলা হয়, সরকারের ঘোষণা অনুযায়ী নাটোর সদর উপজেলায় সাত সদস্যের কমিটি গঠন করা হয়। সে সময় কমিটির সদস্য জেলা কমান্ডারের প্রতিনিধি সুজিত কুমার গোস্বামীর পরিবর্তে অ্যাডভোকেট সিরাজুল ইসলামের নাম অন্তর্ভুক্ত করা হয়। এক দফা তারিখ পেছানোর পর গত ১১ ফেব্রুয়ারি সকাল ১০ টায় তারিখ ও সময় নির্ধারণ করা হয়। যথাসময়ে উপস্থিত হয়ে আবেদনকারী মুক্তিযোদ্ধারা জানতে পারেন, কমিটির সভাপতি জেলা কমান্ডার আব্দুর রউফ সরকার ও জামুকা প্রতিনিধি মোহিতোষ সরকারের নাম বাদ দেওয়া হয়েছে। ওই যাচাই বাছাই কমিটি চূড়ান্ত তালিকায় ৩৩ জনের নাম ঘোষণা করেন। আবেদনকারী সংক্ষুব্ধ মুক্তিযোদ্ধাদের আপিলের সুযোগ থাকলেও লাল মুক্তিবার্তার সাক্ষী ও অর্থভাবে অনেকেই আপিল করতে পারবেন না। কারণ আবেদনকারী প্রায় এক হাজার মুক্তিযোদ্ধার জন্য লাল মুক্তিবার্তার ৫০ জনকেও পাওয়া যায়নি। তাই তারা মনে করেন, উল্লেখিত যাচাই-বাছাই কমিটি অসম্পূর্ণ ও অবৈধ। তাদের দ্বারা প্রস্তুত তালিকা প্রত্যাখ্যান করে তারা পুনরায় যাচাই-বাছাই করার দাবি জানান।
×