ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কালকিনিতে রাতের আধাঁরে ভূমি অফিসে অগ্নিসংযোগ করেছে দূর্বৃত্তরা

প্রকাশিত: ২৩:৩১, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

কালকিনিতে রাতের আধাঁরে ভূমি অফিসে অগ্নিসংযোগ করেছে দূর্বৃত্তরা

নিজস্ব সংবাদদাতা, কালকিনি (মাদারীপুর) ॥ মাদারীপুরের কালকিনি উপজেলার এনায়েতনগর ভূমি অফিসে রাতের আধাঁরে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে দূর্বৃত্তরা। এতে করে ওই অফিসের গুরুত্বপূর্ন প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে। ভুমি কর্মকর্তাদের অভিযোগ প্রতিহিংশা বসত এ অগ্নিকান্ডের ঘটনা ঘটনো হয়েছে বলে জানান। পরে খবর পেয়ে থানা পুলিশ ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। আজ সোমবার ভোর রাতে এ ঘটনাটি ঘটেছে। পুলিশ ও এলাকা সুত্রে জানাগেছে, ভুমি অফিসের দরজার তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে আলমিরা ভেঙ্গে সমস্ত কাগজপত্র পুড়িয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। সকালে ওই অফিসের দায়িত্বরত সহকারী কর্মকর্তা মো. বেলায়েত হোসেন এ ঘটনা দেখে কালকিনি থানা পুলিশকে খবর দেয়। পরে থানার এস আই আজিজুর রহমান, উপজেলা ভারপ্রাপ্ত ইউএনও মো. শরীফুল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এ অগ্নিসংযোগের ঘটনায় কালকিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এনায়েতনগর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মো. বেলায়েত হোসেন বলেন, প্রতিহিংশায় বসত এ অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে দূর্বৃত্তরা। এব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কৃপা সিন্ধু বালা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে এখন পর্যন্ত জানাযায়নি।
×