ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আগামীকাল ঢাকা মহানগরীতে সিপিবি-বাসদের আধাবেলা হরতাল

প্রকাশিত: ২৩:১৯, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

আগামীকাল ঢাকা মহানগরীতে সিপিবি-বাসদের আধাবেলা হরতাল

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ-এর সাধারণ সম্পাদক খালেকুজ্জামান এক বিবৃতিতে অযৌক্তিকভাবে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে আগামীকাল ২৮ ফেব্রুয়ারি সকাল ৬টা-১২টা ঢাকা মহানগরীতে হরতাল এবং সারাদেশে বিক্ষোভ কর্মসূচী সফল করার জন্য ঢাকাবাসীসহ দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ অফিস-আদালত, দোকানপাট, ব্যবসা-বাণিজ্যের কাজকর্ম বেলা ১২টার পর শুরু করার মাধ্যমে অযৌক্তিকভাবে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ ও এই গণবিরোধী সিদ্ধান্ত বাতিলের দাবিতে হরতাল পালনের আহ্বান জানিয়েছেন। এসএসসি পরীক্ষার্থী এবং এই পরীক্ষার কাজে সংশ্লিষ্টদের হরতালের আওতামুক্ত রাখা এবং এই পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার ক্ষেত্রে সকলকে সহযোগিতা করার জন্যও বিবৃতিতে নেতৃবৃন্দ আহ্বান জানান। ফায়ার সার্ভিস, এম্বুলেন্স, সংবাদপত্র ও প্রচারমাধ্যম, জরুরি বিদ্যুৎ-গ্যাস সংযোগের কাজ, হাসপাতাল ইত্যাদি হরতালের আওতামুক্ত থাকবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, জনগণের সমর্থন ছাড়া ক্ষমতায় এসে সরকার জনগণের স্বার্থের বিরুদ্ধে দাঁড়িয়েছে। লুটেরাদের স্বার্থ রক্ষাকারী সরকার একের পর এক গণবিরোধী নানা পদক্ষেপ ও সিদ্ধান্ত নিচ্ছে। তীব্র আন্দোলন গড়ে তুলে গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরে আসতে সরকারকে বাধ্য করা হবে।
×