ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

খুলনার পরিবহন ধর্মঘট প্রত্যাহার

প্রকাশিত: ২২:০৪, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

খুলনার পরিবহন ধর্মঘট প্রত্যাহার

অনলাইন ডেস্ক ॥ প্রশাসনের সহযোগিতার আশ্বাসে খুলনা বিভাগের ১০ জেলায় চলমান অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। খুলনার জেলা প্রশাসক নাজমুল আহসান জানান, সোমবার বেলা পৌনে ২টায় ধর্মঘট প্রত্যাহারের এই সিদ্ধান্ত হয়। সড়ক দুর্ঘটনায় তারেক-মিশুকের মৃত্যুর দায়ে বাসচালকের যাবজ্জীবন সাজার প্রতিবাদে খুলনা বিভাগে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রবিবার সকাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করে। ধর্মঘটের দ্বিতীয় দিনে পরিবহন শ্রমিকদের সঙ্গে সমঝোতার লক্ষ্যে সোমবার দুপুর ১২টায় খুলনা সার্কিট হাউজে বিভাগীয় প্রশাসন বৈঠকে বসে। বৈঠক শেষে জেলা প্রশাসক নাজমুল সাংবাদিকদের বলেন, যেহেতু আদলতের সিদ্ধান্তের বাইরে কারও কিছু করার নেই- বিষয়টা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। পরিবহন শ্রমিকনেতাদের উচ্চ আদালতে যাওয়ার পারমর্শ দেওয়ার পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে যা করার সুযোগ আছে তা করার আশ্বাস দেওয়া হয়। যেকোনো প্রয়োজনের প্রশাসন তাদের সাধ্যমতো সহযোগিতার আশ্বাস দিলে তারা ধর্মঘট প্রত্যাহারে সম্মত হন। ছয় বছর আগে ২০১১ সালের ১৩ অগাস্ট মানিকগঞ্জে এক সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাস আরোহী চলচ্চিত্রকার তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজন মারা যান। সেই দুর্ঘটনায় গত ২২ ফেব্রুয়ারি মানিকগঞ্জের আদালত আসামি বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায়ের পর তাকে কারাগারে পাঠানো হয়। এর প্রতিবাদে ধর্মঘটে নামেন পরিবহন শ্রমিকরা।
×