ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মাহেরশালা আলি প্রথম অস্কারজয়ী মুসলিম অভিনেতা

প্রকাশিত: ১৯:৫৫, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

 মাহেরশালা আলি প্রথম অস্কারজয়ী মুসলিম অভিনেতা

অনলাইন ডেস্ক ॥ অস্কারের ৮৯তম আসরের প্রথম পুরস্কার তুলে নিয়েছেন কৃষ্ণাঙ্গ মুসলিম অভিনেতা মাহেরশালা আলি। 'মুনলাইট' ছবির জন্য এবারের সেরা পার্শ্ব অভিনেতার অস্কার জিতেছেন তিনি। মাহেরশালা আলির সঙ্গে এ বিভাগে আরও মনোনয়ন পেয়েছিলেন- জেফ ব্রিজেস (হেল অর হাই ওয়াটার), লুকাস হেজেস (ম্যানচেস্টার বাই দ সি), দেব পাটেল (লায়ন) ও মাইকেল শ্যানন (নকটারনাল এনিমেলস)। বাংলাদেশ সময় সোমবার ভোর ৬টার দিকে হলিউডের ডলবি থিয়েটারে বসে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে জমকালো আয়োজন অস্কারের ৮৯তম আসর। এবার ২৪টি বিভাগে মনোনীতদের মধ্য থেকে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেয়া হবে। এ বছর ৩৩৬টি ছবি প্রাথমিকভাবে নির্বাচিত হয় সেরা চলচ্চিত্র বিভাগে লড়াইয়ের জন্য। শেষ পর্যন্ত সংক্ষিপ্ত তালিকায় চূড়ান্ত মনোনয়ন পায় ৯টি ছবি- অ্যারাইভাল, ফেন্সেস, হ্যাকসো রিজ, হেল অর হাই ওয়াটার, হিডেন ফিগার্স, লা লা ল্যান্ড, লায়ন, ম্যানচেস্টার বাই দ্য সি ও মুনলাইট। অস্কারের অনুষ্ঠান সঞ্চালনা করছেন কমেডিয়ান ও টিভি অনুষ্ঠান উপস্থাপক জিমি কিমেল। অস্কারে এ বছর বিভিন্ন বিভাগে বিজয়ী নির্বাচনের জন্য ভোট দেন ছয় হাজার ৬৮৭ জন অস্কার সদস্য।
×