ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লাইফ সাপোর্টে লাকী আখন্দ

প্রকাশিত: ১৯:৪৭, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

লাইফ সাপোর্টে লাকী আখন্দ

অনলাইন ডেস্ক॥ কিংবদন্তী সংগীতশিল্পী লাকী আখন্দের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রবিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। বাংলাদেশের অন্যতম এই গুণী শিল্পী ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন একই হাসপাতালে ছিলেন। কিছুদিন আগে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় তাকে বাসায় নেয়া হয়েছিল। লাকী আখন্দের মেয়ে মাম্মিন্তি বলেন, বাবা বাসায় কিছুদিন স্বাভাবিকভাবে কথাবার্তা বলছিলেন। রবিবার সকালে হঠাৎ করে বাবার শারীরিক অবস্থার অবনতি হলে জরুরি ভিত্তিতে তাকে হাসপাতালে নিয়ে যাই। এরপর আইসিইউতে নেয়া হয়। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। এর আগে লাকী আখন্দ শারীরিক অসুস্থতা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। চিকিৎসকরা তখন জানিয়েছিলেন, লাকী আখন্দের ফুসফুসে ক্যান্সার ধরা পড়েছে। এদিকে লাকী আখন্দের শারিরীক অবস্থার অবনতির খবর পেয়ে হাসপাতালে ছুটে যান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। অসুস্থতার প্রথম থেকেই লাকী আখন্দ ও তার পরিবার কোনো রকম আর্থিক সহযোগিতা গ্রহণের বিষয়ে বেশ কঠোর ছিলেন। দেশের শীর্ষ শিল্পীদের উদ্যোগে সহযোগিতা করতে চাইলেও বিনয়ের সঙ্গে লাকী আখন্দ সেটি গ্রহণে অনাগ্রহ প্রকাশ করেছিলেন। গুণী কিংবা অভিমানী এই মানুষটি অন্যের সাহায্য-সহযোগিতায় নিজের চিকিৎসা চালাতে মানসিকভাবে প্রস্তুত ছিলেন না। তবে ব্যাংককে চিকিৎসাধীন থাকা অবস্থায় এই সংগীতশিল্পীর চিকিৎসার জন্য পাঁচ লাখ টাকা সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রীয় ভালোবাসা হিসেবে সেটি তিনি গ্রহণ করেন।
×