ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্বামীসহ তিন জনের যাবজ্জীবন

প্রকাশিত: ০৮:৪৬, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

স্বামীসহ তিন জনের যাবজ্জীবন

কোর্ট রিপোর্টার ॥ স্ত্রীকে এ্যাসিড নিক্ষেপ করে ঝলসে দেয়ার মামলায় স্বামী সুরুজ আলম খানসহ ৩ জনের যাবজ্জীবন কারাদ- এবং ৫০ লাখ টাকা অর্থদ-ের রায় দিয়েছে ট্রাইব্যুনাল। রবিবার ঢাকার একমাত্র এ্যাসিড অপরাধ ট্রাইব্যুনালে বিচারক (ঢাকার জেলা ও দায়রা জজ) এসএম কুদ্দুস জামান এ রায় ঘোষণা করেন। অপর ২ আসামি হলো সুরুজ আলমের বন্ধু শফিউল ইসলাম লিটন এবং হালিম হাওলাদার ওরফে সেলিম হাওলাদার। তবে ৫০ লাখ টাকা অর্থদ- শুধু স্বামী সুরুজ আলমকে করেছে ট্রাইব্যুনাল। যা ভিকটিমকে প্রদানের নির্দেশ দেয়া হয়েছে। ২০১৬ সালের ২২ সেপ্টেম্বর ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে চার্জ গঠনের পর মাত্র ৫ মাসের মধ্যে সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক সমাপ্তের পর এ রায় ঘোষণা করলেন।
×