ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মানবাধিকার রক্ষায় মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হবে ॥ ড. মিজান

প্রকাশিত: ০৮:৪২, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

মানবাধিকার রক্ষায় মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে  হবে ॥ ড. মিজান

স্টাফ রিপোর্টার ॥ আদিবাসীসহ দেশের সকল জনগণের মানবাধিকার রক্ষায় মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করতে হবে বলে জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান। তিনি বলেন, আমরা একাত্তরের মুক্তিযুদ্ধের মাধ্যমে যে বাংলাদেশের স্বপ্ন দেখেছি, বঙ্গবন্ধুর চোখে যে বাংলাদেশের স্বপ্ন দেখেছি সেখানে ধর্ম, বর্ণ, জাতিগোষ্ঠী মতভেদ ছিল না। আজকে কেন আদিবাসীদের অন্য চোখে দেখা হচ্ছে? আদিবাসীদের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় কেন রাষ্ট্র যথাযথ ব্যবস্থা নিচ্ছে না? বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার সময় যে স্বপ্ন আমরা দেখেছিলাম সেটির বাস্তবায়ন না হলে আমাদের সোনার বাংলাদেশ রচিত হবে না। রবিবার ডেইলি স্টার সেন্টারে ‘বাংলাদেশের আদিবাসীদের মানবাধিকার রিপোর্ট ২০১৬’ এর প্রকাশ ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রতিবছরের ন্যায় এ বছরও মানবাধিকার বিষয়ক সংগঠন কাপেং ফাউন্ডেশন এ রিপোর্টটি প্রকাশ করে। কাপেং ফাউন্ডেশনের চেয়ারপার্সন রবীন্দ্রনাথ সরেন’র সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারী নেত্রী ও নিজেরা করির সমন্বয়ক খুশী কবির, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং প্রমুখ।
×