ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গ্রামীণ ফোনে ফেসবুক ব্যবহার করছেন কোটি গ্রাহক

প্রকাশিত: ০৮:৪০, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

গ্রামীণ ফোনে ফেসবুক ব্যবহার করছেন কোটি গ্রাহক

স্টাফ রিপোর্টার ॥ গ্রামীণফোনে এক কোটি গ্রাহক সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক ব্যবহার করছেন। রবিবার গ্রামীণফোন ঘোষণা করেছে তাদের ২০ বছরের গ্রাহক সেবার অগ্রযাত্রায় সামাজিক মাধ্যমে আরও একটি মাইলফলক ছুঁয়েছে। বর্তমানে গ্রামীণফোন দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। গ্রামীণফোন জানিয়েছে, তাদের বিপুলসংখ্যক গ্রাহক, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও সরকারী কার্যালয়ে ইন্টারনেটভিত্তিক ডিজিটাল সেবা ও এ্যাপ্লিকেশনের ব্যবহার হচ্ছে। এ সব সেবা এখন দেশের সর্বত্র মানুষের জীবনযাত্রার সঙ্গে মিশে আছে। এ ক্ষেত্রে কোটি কোটি গ্রাহককে ইন্টারনেটে যুক্ত করার মাধ্যমে নেতৃত্ব প্রদান করে যাচ্ছে গ্রামীণফোন। ফেসবুকে মতামত দিয়ে গ্রামীণফোনকে আরও সমৃদ্ধ করার জন্য গ্রাহকদের ধন্যবাদ জানিয়ে প্রতিষ্ঠানের প্রধান বিপণন কর্মককর্তা ইয়াসির আজমান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক কোটি মানুষের ভালবাসা পাওয়া এটিই প্রমাণ করে যে, দেশব্যাপী সবার হাতে দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দেয়ার পথে সঠিকভাবে এগিয়ে যাচ্ছে গ্রামীণফোন।
×