ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঘুষ ও দুর্নীতি রোধে পদক্ষেপ নিয়েছে সরকার ॥ আশরাফ

প্রকাশিত: ০৮:৪০, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

ঘুষ ও দুর্নীতি রোধে পদক্ষেপ নিয়েছে সরকার ॥ আশরাফ

সংসদ রিপোর্টার ॥ মাঠ প্রশাসনে স্বচ্ছতা ও গতিশীলতা আনয়ন এবং অনিয়ম, ঘুষ ও দুর্নীতি প্রতিরোধে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। জবাবদিহিমূলক, গণতান্ত্রিক মূল্যবোধসম্পন্ন, জনবান্ধব সরকারী সেবা-ব্যবস্থাপনা এবং প্রজাতন্ত্রের কর্মচারীদের আইনসম্মত নিরাপত্তা বিধান নিশ্চিত করার লক্ষ্যে ‘সরকারী কর্মচারী আইন’ প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আইনের খসড়া ইতোমধ্যে মন্ত্রিসভা বৈঠকে নীতিগত অনুমোদন লাভ করেছে। জাতীয় সংসদ অধিবেশনে রবিবার টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য রহিম উল্লাহর প্রশ্নের লিখিত জবাবে জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এ তথ্য জানান। মন্ত্রী আরও জানান, রূপকল্প-২০২১-এর আওতায় ডিজিটাল বাংলাদেশ গড়ার অগ্রযাত্রায় স্বীয় অধিক্ষেত্রে উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করার লক্ষ্যে সকল মন্ত্রণালয়-বিভাগ, অধিদফতর-সংস্থা, দফতর, জেলা এবং উপজেলা পর্যায়ে ইনোভেশন টিম গঠন করা হয়েছে। ইনোভেশন টিমসমূহ নাগরিক সেবা প্রদান প্রক্রিয়াকে সহজতর করার জন্য বিভিন্ন ধরনের উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের জন্য ডিজিটাল হাজিরা ব্যবস্থা চালু করা হয়েছে। সৈয়দ আশরাফ জানান, বর্তমান সরকারের আমলে বিসিএস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডার সার্ভিসে সর্বমোট ১৯ হাজার ৭৫৩ জন কর্মকর্তাকে নিয়োগ দেয়া হয়েছে। এছাড়াও ৩৫তম, ৩৬তম এবং ৩৭তম বিসিএস পরীক্ষার মাধ্যমে আরও ৫ হাজার ৫৩৪ জন কর্মকর্তা নিয়োগের কার্যক্রম চলমান আছে। এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে মাঠ পর্যায়ের কার্যক্রম আরও বেগবান হবে।
×