ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উত্তর কোরিয়ার মিসাইল পরীক্ষায় বাংলাদেশের উদ্বেগ

প্রকাশিত: ০৮:৪০, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

উত্তর কোরিয়ার মিসাইল পরীক্ষায় বাংলাদেশের উদ্বেগ

কূটনৈতিক রিপোর্টার ॥ উত্তর কোরিয়ার পরীক্ষামূলকভাবে ব্যালিস্টিক মিসাইল ছোড়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যে উত্তর কোরিয়াকে এ ধরনের কর্মসূচী থেকে সরে আসার আহ্বান জানানো হয়েছে। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বলা হয়, উত্তর কোরিয়া সম্প্রতি পরীক্ষামূলকভাবে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। এ ধরনের পদক্ষেপ ওই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতায় নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার জন্য তাদের এ ধরনের কর্মসূচী থেকে সরে আসা উচিত। উল্লেখ্য, গত সপ্তাহে পরীক্ষামূলকভাবে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে উত্তর কোরিয়া। নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেয়ার পর এই প্রথম ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করে দেখল পিয়ংইয়ং। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট হোয়াং কিও-আন বলেছেন, ওই ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করার জন্য উত্তর কোরিয়ার বিরুদ্ধে কোন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া যায় কিনা, তা নিয়ে বিভিন্ন দেশের মধ্যে আলোচনা শুরু হয়েছে। অন্যদিকে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছেন, উত্তর কোরিয়ার এই ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করাটা একেবারেই মেনে নেয়া যাচ্ছে না। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সনদ মেনে চলতেই হবে উত্তর কোরিয়াকে। কিন্তু উত্তর কোরিয়া সেটা মেনে চলছে না।
×