ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সন্ত্রাসবাদ ও সাইবার অপরাধ টেকসই উন্নয়নে বাধা ॥ ইনু

প্রকাশিত: ০৮:২১, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

সন্ত্রাসবাদ ও সাইবার  অপরাধ টেকসই উন্নয়নে বাধা ॥ ইনু

স্টাফ রিপোর্টার ॥ বর্তমানে সন্ত্রাসবাদ ও সাইবার অপরাধ টেকসই উন্নয়নে বড় প্রতিবন্ধকতা বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। রবিবার জাতীয় প্রেসক্লাবে ‘সন্ত্রাসবাদ ও সাইবার অপরাধ’ শীর্ষক এক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, বাংলাদেশসহ সারাবিশ্বে আলোচিত বিষয় হচ্ছে সাইবার অপরাধ। মানব সভ্যতাকে টিকিয়ে রাখতে টেকসই উন্নয়ন জরুরী। উন্নয়ন কর্মকা-ে জনগণকে সম্পৃক্ত করা, ডিজিটাল উন্নয়নই হচ্ছে টেকসই উন্নয়ন। সমাজে টেকসই উন্নয়ন চিহ্নিত করতে হলে সাইবার অপরাধ ও সন্ত্রাসীদের প্রতিরোধ করতে হবে। ইনু বলেন, সাইবার অপরাধ ও সন্ত্রাসীর মাধ্যমে সমাজ আক্রান্ত হলে সমাজ অস্থিতিশীল হয়ে পড়বে। ফলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। বর্তমানে সাইবার জগতে সবার অবাধ বিচরণ। এ সুযোগে প্রতিনিয়ত সাইবার অপরাধীদের মাধ্যমে সাইবার জগত আক্রান্ত হচ্ছে। আর এর ফলে সমাজ আক্রান্ত হচ্ছে। সন্ত্রাসবাদ ও সাইবার অপরাধীদের ধ্বংস করতে পারলে সমাজ নিরাপদ হবে। নিরাপদ সমাজের মানুষ টেকসই উন্নয়নের দিকে এগিয়ে যাবে।
×