ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আরবিএমের ৩৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

প্রকাশিত: ০৮:১১, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

আরবিএমের ৩৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

স্টাফ রিপোর্টার ॥ দৈনিক জনকণ্ঠের জ্যেষ্ঠ প্রতিবেদক ফিরোজ মান্নাকে সভাপতি এবং ইউএনবির মাসউদুল হককে সাধারণ সম্পাদক করে অভিবাসন বিষয়ক রিপোর্টারদের সংগঠন আরবিএমের (রিপোর্টারস ফর বাংলাদেশী মাইগ্র্যান্টস) ৩৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি করা হয়েছে। রবিবার সংগঠনের এক সাধারণ সভায় এই কমি?টি করা হয়। সংগঠনের বিদায়ী আহ্বায়ক মাসউদুল হক ও সদস্য সচিব কেরামত উল্লাহ বিপ্লব স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৪ সালে আরবিএমের আহ্বায়ক কমিটি করা হয়েছিল। রবিবার প্রবাসী কল্যাণ ভবনে সংগঠনের সভায় সর্বস্মতিক্রমে পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। দ্যা ইন্ডিপেনডেন্ট পত্রিকার আনিসুর রহমান এবং কালের কণ্ঠের হায়দার আলীকে কমিটির সহসভাপতি করা হয়েছে। এছাড়া নিউএজের ওয়াসিমউদ্দিন ভুইয়া ও ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের আরাফাত আরাকে কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। সাংগঠনিক সম্পাদক হয়েছেন বাংলানিউজের জেসমিন পাপড়ি। মাইগ্রেশন নিউজ বিডি.কমের সম্পাদক রবিউল ইসলামকে কমিটির কোষাধ্যক্ষ, সমকালের রাজিব আহমেদকে কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক, এসএ টিভির রিয়াদ আহসানকে প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক সম্পাদক, ঢাকা টাইমসের মহিউদ্দিন মাহীকে দফতর সম্পাদক, সময় টিভির প্রসূন আশীষকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং দৈনিক জনতার জাহাঙ্গীর খান বাবুকে কমিটির কল্যাণ সম্পাদক করা হয়েছে। নতুন কমিটির নির্বাহী সদস্য করা হয়েছে ২৪ জনকে। এরা হলেন, যুগান্তরের মাসুদ করিম, এটিএন বাংলার কেরামত উল্লাহ বিপ্লব, জিটিভির রাজু আহমেদ, ডেইলি অবজারভারের মহসীনুল করিম, বৈশাখি টিভির আবদুল মজিদ, বাংলাদেশ সংবাদ সংস্থার শুক্কুর আলী শুভ, বিডিনিউজের নুরুল ইসলাম হাসিব, প্রথম আলোর শরিফুল হাসান, ডেইলি স্টারের বেলাল হোসেন, চ্যানেল টুয়েন্টি ফোরের ফাইজুল সিদ্দিকি, যুমনা টিভির আলমগীর হোসেন, দেশটিভির ঝর্ণা রায়, এনটিভির রোকনউদ্দিন, বাংলাভিশনের মিরাজ হোসেন গাজী, ইনডিপেডেন্ট টেলিভিশনের রিশাদ হুদা, মানবজমিনের রোকনুজ্জামান পিয়াস, ঢাকা ট্রিবিউনের আদিল সাখাওয়াত, দ্যা রিপোর্ট ২৪-এর কাওসার আজম, ভোরের কাগজের শফিউল আল ইমরান ও সংবাদের গৌতম ঘোষ।
×