ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সুনামগঞ্জে জয়া সেনগুপ্ত, কুমিল্লায় আঞ্জুম সুলতানা আওয়ামী লীগের প্রার্থী

প্রকাশিত: ০৭:৪৩, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

সুনামগঞ্জে জয়া সেনগুপ্ত, কুমিল্লায় আঞ্জুম সুলতানা আওয়ামী লীগের প্রার্থী

বিশেষ প্রতিনিধি ॥ আগামী ৩০ মার্চ অনুষ্ঠিতব্য সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী ড. জয়া সেনগুপ্ত। আর কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আঞ্জুম সুলতানাকে মনোনয়ন দেয়া হয়েছে। এছাড়া নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যান উপনির্বাচনে আবদুল মতিন ভূঞাকে দল সমর্থিত একক প্রার্থী করা হয়েছে। রবিবার রাতে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের বৈঠকে সর্বসম্মতিক্রমে তাঁদের মনোনয়ন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে মনোনয়ন বোর্ডের অধিকাংশ নেতা উপস্থিত ছিলেন। এদিকে আগামী ৩০ মার্চ অনুষ্ঠেয় কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে মেয়র পদে ১২ প্রার্থী আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেন। সবকিছু বিচার বিশ্লেষণ এবং গোপন জরিপের ভিত্তিতে আঞ্জুম সুলতানাকেই দলীয় মনোনয়ন দেয়া হয়। দ্বিতীয়বারের মতো এ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হলেও দলীয় ভিত্তিতে এই প্রথমবারের মতো শুধু মেয়র পদে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আঞ্জুম সুলতানা বিজয়ী হলে তিনি হবে দেশের সিটি কর্পোরেশনগুলোর মধ্যে দ্বিতীয় নারী মেয়র। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে সরাসরি ভোটে টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন দেশের প্রথম নারী মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভী।
×