ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ও’কেফে এখন ‘সুপারহিরো’

প্রকাশিত: ০৫:৩৮, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

ও’কেফে এখন ‘সুপারহিরো’

স্পোর্টস রিপোর্টার ॥ একযুগ পর ভারতের মাটিতে টেস্টে জয় পেয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আর সেই জয়ের পেছনে অন্যতম ভূমিকা রেখেছেন বাঁহাতি অর্থোডক্স স্পিনার স্টিভ ও’কেফে। ভারতের মাটিতে কোন বিদেশী স্পিনার হিসেবে ইতিহাসের সেরা নৈপুণ্য দেখিয়েছেন। বল হাতে ঘূর্ণিজাদুতে ম্যাচে একাই শিকার করেছেন ১২ উইকেট। আর সে কারণে অস্ট্রেলিয়ার গণমাধ্যমে চলছে ৩২ বছর বয়সী এ স্পিনারকে নিয়ে মাতামাতি। অনেক গণমাধ্যমই তাকে ‘সুপারহিরো’ তকমা দিয়েছে। কারণ ২০০৪ সালের পর আবার ভারতের মাটিতে অসিরা জয় তুলে নিয়েছে তার বোলিং নৈপুণ্যেই। মাত্র ৪ টেস্ট খেলেছিলেন পুনের মহরাষ্ট্র ক্রিকেট এ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ব্যাগি গ্রিন ক্যাপে মাঠে নামার আগে। আগের ৪ টেস্টের ৭ ইনিংসে নিয়েছিলেন মাত্র ১৪ উইকেট। এবার এক ম্যাচেই প্রায় ছুঁয়ে ফেললেন সেটা। ছোট্ট ক্যারিয়ারে কখনও এক ইনিংসে ৩ উইকেটের বেশি শিকার করতে পারেননি। এবার দুই ইনিংসেই নিয়েছেন ৬ উইকেট করে। আর কোন বিদেশী স্পিনার ভারতের মাটিতে এক ম্যাচে এত উইকেট নিতে পারেননি। অবশ্য দক্ষিণ আফ্রিকার পেসার ১৩ উইকেট নিয়ে তালিকায় সবার ওপরে। দ্বিতীয় অবস্থানেই এখন ঠাঁই করে নিয়েছেন ও’কেফে। অস্ট্রেলিয়ায় সতীর্থদের কাছে তিনি পরিচিত ‘এসওকে’ নামে। মাত্র তিনদিনেই বিশ্বসেরা টেস্ট দল ভারতকে পরাভূত করেছে অসিরা। টানা ১৯ টেস্ট অপরাজেয় ছিল ভারত নিজেদের মাটিতে। সেই গর্বটা ধুলোয় মিশিয়ে দিয়েছেন ও’কেফে। এর সঙ্গে অধিনায়ক স্টিভ স্মিথের দ্বিতীয় ইনিংসে লড়াকু সেঞ্চুরিটাকেও সবাই নায়কোচিত ইনিংস বলে ঘোষণা করেছেন। এ বিষয়ে সান-হেরাল্ড লিখেছে, ‘ভারতের মাটিতে অস্ট্রেলিয়াকে অন্যতম বড় টেস্ট বিজয় এনে দিয়েছেন স্টিভ ও’কেফে। তিনি সুপারহিরোর মতো নৈপুণ্য দেখিয়েছেন যা ইতিহাসকে নতুন করে লিখেছে। তার এই পারফর্মেন্স অবমাননা উপহার দিয়েছে স্বাগতিকদের মাত্র তিনদিনে।’ প্রথম টেস্টে অসিদের নৈপুণ্যটা দুর্দান্ত হলো। এবার ব্যাঙ্গালুরুতে দ্বিতীয় টেস্টের দিকে নজর থাকবে সবার। দারুণ জয়ের পর বেশ উজ্জীবিত অসিরা। এ বিষয়ে পত্রিকাটি লিখেছে, ‘মাত্র কিছুদিন আগেও যে মিশনটাকে অসম্ভব বলেই মনে হচ্ছিল সেটাকে দূরীভূত করেছে অস্ট্রেলিয়া। ব্যাঙ্গালুরুতে দ্বিতীয় টেস্ট খেলতে এখন প্রকৃতপক্ষে দারুণ আত্মবিশ্বাস নিয়েই যাবে অসিরা। এমন দুর্দান্ত জয় পুরো সিরিজের পরিস্থিতিই পাল্টে দিয়েছে।’ ১৯৬৯ সালে সর্বশেষ ভারতের মাটিতে সিরিজ জিতেছিল অসিরা। এখন আরেকবার সেই বিজয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে স্মিথরা এমনটাই দাবি করেছে সান-হেরাল্ড। আরেকটি পত্রিকা লিখেছে, এমন একটি পরাজয় আসবে সেটা দেড় বিলিয়ন ভারতীয় মানুষ ঘুণাক্ষরেও ভাবতে পারেনি। এ বিষয়ে তারা লিখেছে, ‘ইতিহাস গড়া হয়। ভারত প্রায় ১৩ বছর পর ভারতের মাটিতে প্রথম কোন টেস্ট জিতেছে। স্টিভ ও’কেফে তার নামটা অনার বোর্ডে তুলেছে। যারা এমনটা কালেভদ্রে দেখিয়েছেন তাদের মধ্যে স্থান করে নিয়েছেন। ভারত এখন শোকাচ্ছন্ন।’ ২০১৫ সালের আগস্ট থেকে টেস্টে অপরাজিত ভারত উঠে গেছে র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে। তাদের ঠিক পরেই আছে অস্ট্রেলিয়া। পুনেতে দারুণ বিজয়ের পর এখন অধিনায়ক স্মিথ বলেন, ‘নিশ্চিতভাবেই আগামী তিনটি টেস্ট বেশ কঠিন হবে।
×