ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আন্তঃজেলা টেবিল টেনিস

প্রকাশিত: ০৫:৩৬, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

আন্তঃজেলা টেবিল টেনিস

বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে এবং নড়াইল জেলা মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আগামী ১ ও ২ মার্চ আন্তঃজেলা টেবিল টেনিস প্রতিযোগিতা নড়াইল জেলা ক্রীড়া সংস্থার টেবিল টেনিস একাডেমিতে অনুষ্ঠিত হবে। এই আসরে ২০টি জেলা থেকে ৪০ জন খেলোয়াড় অংশগ্রহণ করবে। -বিজ্ঞপ্তি কক্ষ পথেই রয়েছে জুভেন্টাস স্পোর্টস রিপোর্টার ॥ ইতালিয়ান সিরি’এ লীগে গত কয়েক মৌসুম ধরেই এককভাবে রাজত্ব করছে জুভেন্টাস। এবারও তার ব্যতিক্রম নয়। টানা পঞ্চম লীগ শিরোপা জয়ের অনন্য উদাহরণ সৃষ্টি করেছে গত মৌসুমেই। জুভেন্টাসের সামনে এবার রেকর্ড ষষ্ঠ সিরি’এ লীগের চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি। শুরুর ধাক্কা সামলিয়ে সেই লক্ষ্যে এখন সঠিকভাবেই এগুচ্ছে ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রির দল। শনিবার নিজেদের মাঠে জুভেন্টাস ২-০ গোলে হারিয়েছে এম্পলিকে। ম্যাচের দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে আত্মঘাতী গোল করে জুভেন্টাসকে এগিয়ে দেন এম্পলির লুকাস স্কোরস্কি। আর ৬৫ মিনিটে দারুণ এক গোল করে স্বাগতিকদের জয় নিশ্চিত করেন এ্যালেক্স সান্দ্রো। নিজেদের ঘরের মাঠে জুভেন্টাসের এটা টানা ৩০তম জয়। এর আগে ২০১৫ সালের সেপ্টেম্বরে সর্বশেষ কোন ম্যাচে পয়েন্ট হারিয়েছিল জুভরা। ফ্রোসিনোনের বিপক্ষে সেই ম্যাচে ১-১ গোলে ড্র করেছিল স্বাগতিক জুভেন্টাস। এরপর থেকেই ঘরের মাঠে অপ্রতিরোধ্য হয়ে ওঠে ইতালির জায়ান্ট ক্লাবটি। এম্পলির বিপক্ষে সহজ এই জয়ের ফলে মৌসুমের প্রথম ২৬ ম্যাচ থেকে জুভেন্টাসের সংগ্রহে ৬৬ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা রোমার দখলে ৫৬। অর্থাৎ দ্বিতীয় স্থানে থাকা দলটির সঙ্গে বর্তমান চ্যাম্পিয়নদের পয়েন্ট ব্যবধান ১০। যদিওবা একটি ম্যাচ কম খেলেছে রোমা। লীগের তৃতীয় স্থানে অবস্থান করা নেপোলির সংগ্রহ ৫৪ পয়েন্ট। শনিবার সিরি’এ লীগে এ্যাটালান্টার কাছে হেরে পয়েন্ট হারায় নেপোলি। তবে এম্পলির বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে অবশ্য জুভেন্টাসের কোচ দাবি করেছেন লীগ শিরোপা জিততে হলে এখনও অনেক পথ হাঁটতে হবে তাদের। এ বিষয়ে তিনি বলেন, ‘এখনই লীগ শিরোপা নিশ্চিত হওয়ার বিষয়ে আমি বলব, অবশ্যই না। কেননা আগামীকালই (রবিবার) পয়েন্ট ব্যবধান কমিয়ে সাতে নিয়ে আসতে পারে রোমা। আমাদের হাতে এখনও অনেক ম্যাচ।
×