ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গুনে গুনে ৮ গোল বেয়ার্ন মিউনিখের

প্রকাশিত: ০৫:৩৪, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

গুনে গুনে ৮ গোল বেয়ার্ন মিউনিখের

স্পোর্টস রিপোর্টার ॥ কোচ হিসেবে কার্লো আনচেলত্তির ক্যারিয়ারের ১০০০তম ম্যাচ। গুরুর এই মাইলফলকের ম্যাচে শিষ্যরাও করলেন গোল উৎসব। শনিবার জার্মান বুন্দেসলিগায় বর্তমান চ্যাম্পিয়নরা ৮-০ গোলে রীতিমতো উড়িয়েই দিল হামবুর্গকে। সেইসঙ্গে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটাও আরও মজবুত হলো বেয়ার্ন মিউনিখের। এই ম্যাচে দুর্দান্ত এক হ্যাটট্রিক করেছেন বেয়ার্নের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডোস্কি। দুটি গোল করেছেন কিংসলে কোমান। নিজেদের মাঠ এ্যালিয়েঞ্জ এ্যারেনায় এদিন ম্যাচের শুরু থেকেই রাজত্ব করেছে বেয়ার্ন মিউনিখ। ২৪ মিনিটে গোল করে দলকে প্রথম এগিয়ে দেন আর্তুরো ভিদাল। এরপরই শুরু হয় রবার্ট লেভানডোস্কির কারিশমা। ২৪ মিনিটে দলের ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ৪২ মিনিটে পেনাল্টিতে নিজের দ্বিতীয় এবং ৫৪ মিনিটেই হ্যাটট্রিক পূর্ণ করেন বেয়ার্নের এই পোলিশ স্ট্রাইকার। তারপরও থেমে থাকেনি স্বাগতিকদের গোল উদযাপন। দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে বেয়ার্নের হয়ে পঞ্চম গোল করেন ডেভিড আলবা। ৬৫ ও ৬৯ মিনিটে হামবুর্গের জালে আরও দুইবার বল জড়ান কিংসলে কোমান। ম্যাচের বয়স যখন ৮৭ মিনিট তখন হামবুর্গের জালে শেষ পেরেকটি ঠুকে দেন আরিয়েন রোবেন। আর তাতেই উচ্ছ্বাসের জোয়ারে ভাসে স্বাগতিক সমর্থকরা। হামবুর্গের বিপক্ষে এই জয়ের ফলে কোচিং ক্যারিয়ারের ১০০০তম ম্যাচটা যে দারুণ উপভোগ করেছেন কার্লো আনচেলত্তি তা আর বলার অপেক্ষা রাখে না। তবে বেয়ার্নের কাছে বিধ্বস্ত হওয়া হামবুর্গের কিন্তু এটা নতুন কোন ঘটনা নয়। কেননা এর আগেও যে, ৫-০, ৬-০, ৮-০ এবং ৯-২ ব্যবধানে হারের দুঃস্মৃতি রয়েছে তাদের। সুদীর্ঘ ক্যারিয়ারে বেশ কয়েকটি বিখ্যাত ক্লাবের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন আনচেলত্তি। যার মধ্যে ইতালিয়ান সিরি’এ লীগের জুভেন্টাস, মিলান, ইংলিশ প্রিমিয়ার লীগের চেলসি, ফ্রেঞ্চ লীগ ওয়ানের দল প্যারিস সেইন্ট জার্মেই এবং লা লিগার জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ অন্যতম। তবে ১০০০তম ম্যাচের জয়টাকে পারফেক্ট বলে মন্তব্য করেছেন কার্লো আনচেলত্তি। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘পারফেক্ট দিনে পারফেক্ট ম্যাচ। দল অসাধারণ খেলেছে আজ। এমন এক ম্যাচ জয়ের পর আমিও দারুণ আনন্দিত।’ হামবুর্গের বিপক্ষে ম্যাচে এদিন কোন গোলের দেখা পাননি থমাস মুলার। তারপরও জার্মান ফরোয়ার্ডের প্রশংসায় পঞ্চমুখ কার্লো আনচেলত্তি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আজকের ম্যাচে মুলারের ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। দলের সেরা খেলোয়াড় মাঠে ছিল। ম্যাচের প্রায় প্রত্যেকটি আক্রমণেই সংশ্লিষ্ট ছিল সে।’ জার্মান জায়ান্ট বেয়ার্ন মিউনিখ ছাড়াও এদিন জয়ের দেখা পেয়েছে লীগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা লিপজিগ। বুন্দেসলিগায় এবারের মৌসুমের শুরু থেকেই একের পর এক চমক উপহার দেয়া লিপজিগ নিজেদের মাঠে ৩-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে এফসি কোলনকে। তৃতীয় স্থানে থাকা ডর্টমুন্ডও অনায়াসেই পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে। এদিন তারা ৩-০ ব্যবধানে পরাজিত করেছে ফ্রেইবার্গকে। অন্য ম্যাচগুলোতে মেইঞ্জ ২-০ গোলে বেয়ার লেভারকুসেনকে এবং অগসবার্গ ২-১ ব্যবধানে হারিয়েছে ডারমাস্ট্যাটকে।
×