ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ভারত ঘুরে দাঁড়াবেই, বলছেন শচীন

প্রকাশিত: ০৫:৩৪, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

ভারত ঘুরে দাঁড়াবেই, বলছেন শচীন

স্পোর্টস রিপোর্টার ॥ মাত্র তিনদিনেই পুনে টেস্টে ৩৩৩ রানের লজ্জার হারে চার ম্যাচের সিরিজে ১-০তে পিছিয়ে পড়েছে ভারত। তবে দেশটির কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকরের বিশ্বাস, বিরাট কোহলির দল ঠিকই ঘুরে দাঁড়াবে। তিনি বলেন, ‘একটি পরাজয় সিরিজের সার্বিক ফলাফল হতে পারে না। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচটা আমাদের জন্য সত্যিকার অর্থেই কঠিন ছিল। কিন্তু এটা খেলার অংশ, এমন হতেই পারে। এক টেস্টে হারের অর্থ এই নয় যে, আমরা সিরিজ হেরে গেছি। এখনও সুযোগ আছে। ভারতের বর্তমান দলটির স্পিরিট সম্পর্কে আমি জানি। জানি কঠিন লড়াই করে কোহলিরা ঠিকই ফিরে আসবে। প্রতিপক্ষ অস্ট্রেলিয়ানরা সেটা জানে। আমি নিঃসন্দেহে বলতে পারি, পরের ম্যাচগুলোতে ভারত ভালভাবেই লড়াইয়ে ফিরবে।’ তবে শচীনের মতো অতটা আশাবাদী নন আরেক কিংবদন্তি সুনীল গাভাস্কার, ‘চা বিরতির পর মাত্র আধাঘণ্টার মধ্যে অলআউট হয়ে যাওয়া অবিশ্বাস্য। ভারতীয় ব্যাটসম্যানরা কিছুটা খামখেয়ালি করেছে। তাদের বোঝা উচিত ছিল টেস্টে উইকেটে টিকে থাকাটা জরুরী।’ তিনি আরও যোগ করেন, ‘আমার মনে পড়ে না বিগত কয়েক বছরে মাত্র আড়াই দিনে ভারত কবে টেস্ট ম্যাচ হেরেছে। অস্ট্রেলিয়ান স্পিনারদের ভারতীয় ব্যাটসম্যানরা যেভাবে মোকাবিলা করেছে তা কিছুটা বিস্ময়কর। আমি দলটির মানসিকতা দেখে হতাশ। দুই ইনিংসে ৭৫ ওভারে অলআউট হওয়া কোনভাবেই মেনে নেয়া যায় না। এমন ধাক্কার পর ঘুরে দাঁড়ানটা সহজ নয়।’ আরেক সাবেক তারকা সৌরভ গাঙ্গুলীর মন্তব্য, ‘ভারত প্রত্যাশা করেনি, অসি স্পিনাররা এতটা ভাল বল করবে। ২০০১ সালের পর আমি নিজেও ও’কেফের মতো আর কোন অস্ট্রেলিয়ান স্পিনারকে এভাবে বল টার্ন করাতে দেখিনি। কোহলিরা ভেবেছিল, আমাদের স্পিনাররা বেশি সহায়ক হবে। কিন্তু উল্টোটা হয়েছে।’ তবে ভারত ঘুরে দাঁড়াবে এবং শেষ পর্যন্ত সিরিজ জিতবে বলেই বিশ্বাস সৌরভের। দুই ইনিংসে ১২ উইকেট নিয়ে এক মাচেই মহাতারকা বনে গেছেন স্টিভ ও’কেফে। মাত্র ৪ টেস্ট খেলা ৩২ বছর বয়সী আনকোরা স্পিনার ভারতে মার খাবে বলে সিরিজের আগে মন্তব্য করেছিলেন শেন ওয়ার্ন। এখনও ও’কেফেকে আহামরি মানতে নারাজ কিংবদন্তি এই লেগস্পিনার, ‘এই প্রথম নিজেকে ভুল প্রমাণিত হতে দেখে ভাল লাগছে। আমার কাছে ওর সম্পর্কে যতটুকু খবর ছিল, তার ভিত্তিতেই বলেছিলাম যে ওকে একাদশে রাখার দরকার নেই। এখানেও ও যে ভয়ঙ্কর স্পিন করেছে সেটাও ঠিক নয়।
×