ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্প্যানিশদের নৈপুণ্যে জয়ের ধারায় চেলসি

প্রকাশিত: ০৫:৩৩, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

স্প্যানিশদের নৈপুণ্যে জয়ের ধারায় চেলসি

স্পোর্টস রিপোর্টার ॥ স্প্যানিশদের নৈপুণ্যে ইংলিশ প্রিমিয়ার লীগ ফুটবলে জয়ের ধারায় ফিরেছে চেলসি। শনিবার রাতে ঘরের মাঠ লন্ডনের স্ট্যামফোর্ড ব্রিজে ব্লুজরা ৩-১ গোলে হারিয়েছে সোয়ানসি সিটিকে। চেলসির হয়ে গোলগুলো করেন তিন স্প্যানিশ চেস ফেব্রিগাস, পেড্রো ও দিয়াগো কোস্টা। সোয়ানসির হয়েও একমাত্র গোলটি করেন স্প্যানিশ ফুটবলার ফার্নান্ডো লরেন্টে। এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে শিরোপার সম্ভাবনা আরও জোরালো করেছে এ্যান্টোনিও কন্টের দল। সহজ এই জয়ের পর ২৬ ম্যাচে চেলসির পয়েন্ট সর্বোচ্চ ৬৩। এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি ৫২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। এদিন প্রিমিয়ার লীগে ৩০০তম ম্যাচ খেলতে নামেন স্পেনের মিডফিল্ডার ফেব্রিগাস। গোল করে ম্যাচটি তিনি স্মরণীয় করে রাখেন। শুধু তাই নয়, ম্যাচের সেরা ফুটবলারও হন তিনি। ম্যাচের ১৯ মিনিটে তার গোলে এগিয়ে যায় চেলসি। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে সমতায় ফেরে সোয়ানসি। অতিথিদের হয়ে গোল করেন স্প্যানিশ ফুটবলার ফার্নান্ডো লরেন্টে। সমতায় ফিরে লড়াইয়ের সম্ভাবনা জাগালেও দ্বিতীয়ার্ধে চেলসিকে আর রুখতে পারেনি অতিথিরা। ৫১ মিনিটে ফেব্রিগাসের আরেকটি প্রচেষ্টা বারপোস্টে লেগে প্রতিহত হয়। অবশেষে ৭২ মিনিটে পেড্রোর গোলে ২-১ ব্যবধানে এগিয় যায় ব্লুজরা। ম্যাচ শেষের ছয় মিনিট আগে চেলসির জয় নিশ্চিত করা গোলটি করেন ব্রাজিলিয়ান বংশোদ্ভূত স্প্যানিশ ফুটবলার দিয়াগো কোস্টা। এবারের লীগে কোস্টার এটি ১৬ নম্বর গোল। এক গোল বেশি নিয়ে তালিকার শীর্ষে আছেন আর্সেনালের আলেক্সিস সানচেজ ও এভারটনের রোমেলু লুকাকু। বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসির সাবেক কোচ জোশে মরিনহো আগেই বলেছেন, এবার ইপিএলের শিরোপা জিততে যাচ্ছে চেলসি। সে পথে আরেকধাপ এগিয়ে গেছে দলটি। লীগে প্রতিটি দলের খেলা বাকি আছে আর মাত্র ১৪ অথবা ১৫টি করে। যে অবস্থা তাতে বড় কোন অঘটন না ঘটলে চেলসিই পুনরুদ্ধার করতে চলেছে শিরোপা। বিষয়টি আঁচ করতে পারছেন দলটির কোচ এ্যান্টোনিও কন্টে। এ কারণে নিজেকে সৌভাগ্যবানও মনে করছেন সাবেক ইতালি জাতীয় দলের কোচ। কন্টে বলেন, আমরা জানি ভাল অবস্থায় আছি। এটা ধরে রাখলে অবশ্যই আমাদের স্বপ্ন পূরণ হবে। এখন আমাদের চেষ্টা থাকবে ট্রফি জয়ের। নিজেকে সৌভাগ্যবান আখ্যা দিয়ে তিনি বলেন, এই মৌসুমে আমি সৌভাগ্যবান। আমি যাদের পেয়েছি তাদের নিয়ে খুশি। ফুটবলার, স্টাফ থেকে শুরু করে সবাই আমাকে সহযোগিতা করছেন। তবে ট্রফি জয়ের পথে থাকলেও সতর্ক কন্টে। বলেন, আমাদের তৃপ্ত হওয়া চলবে না।এখনও বেশ খানিকটা পথ পাড়ি দিতে হবে। মনোযোগটা ধরে রাখা জরুরী। এটা করতে পারলেই প্রত্যাশিত শিরোপা সম্ভব। এদিকে রবিবারসীয় সন্ধ্যায় ভিসেন্টে ক্যালডেরন স্টেডিয়ামে এ্যাটলেটিকো মাদ্রিদ ও বার্সিলোনার মধ্যে হাইভোল্টেজ ম্যাচের আগে সবার দৃষ্টি কেড়েছেন জোশে মরিনহো। তার কারণ, তিনি নাকি বার্সা তারকা নেইমারকে ফোন করে অফার দিয়েছেন। স্প্যানিশ মিডিয়ার গুঞ্জন, ব্রাজিলিয়ান তারকাকে ম্যানচেস্টার ইউনাইটেডে উড়িয়ে নিতে গত এক সপ্তাহে এমএসএন ত্রয়ীর অন্যতম সদদ্যকে বেশ ক’বার ফোন করছেন মরিনহো। এক ক্রীড়া দৈনিক জানিয়েছে, রেড ডেভিল বস নেইমারকে ফোন করে ম্যানইউয়ে অন্তত একবার আতিথ্য নেয়ার নিমন্ত্রণ জানিয়েছেন। আর তাকে বোঝানোর চেষ্টা করছেনÑ কেন ম্যানইউ তার জন্য উপযুক্ত জায়গা? তাছাড়া এই গ্রীষ্মের শেষে দলবদলের ফলে সেলেসাও ফুটবলারের ক্যারিয়ারে কি কি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে সেটাও বোঝাতে চেষ্টা করছেন ‘স্পেশাল ওয়ান’।
×