ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

’৪১ সালে দক্ষিণ এশিয়ার সমৃদ্ধ দেশ হবে বাংলাদেশ ॥ চুমকি

প্রকাশিত: ০৫:২৮, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

’৪১ সালে দক্ষিণ এশিয়ার সমৃদ্ধ দেশ হবে  বাংলাদেশ ॥ চুমকি

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, ২০৪১ সালে বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার সমৃদ্ধ দেশ। এই কাক্সিক্ষত লক্ষ্য অর্জনে সরকার দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীর ক্ষমতায়ন এবং সর্বক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, নারীর সার্বিক ক্ষমতায়নের ওপর নির্ভর করছে ভবিষ্যতের উন্নত বাংলাদেশের স্বীকৃতি। প্রতিমন্ত্রী রবিবার সকালে রাজধানীর একটি হোটেলে জাতিসংঘের সদস্যভুক্ত দেশসমূহে নারীদের অবস্থান পর্যালোচনা সংক্রান্ত জাতিসংঘ কমিশনের ৬১তম সভায় বাংলাদেশের নারীর অবস্থান তুলে ধরা সংক্রান্ত এক প্রস্তুতিমূলক মিটিং-এ প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। -বিজ্ঞপ্তি
×