ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগকে গণতান্ত্রিক দল হিসেবে গড়েছেন বঙ্গবন্ধু

প্রকাশিত: ০৫:২৭, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

আওয়ামী লীগকে গণতান্ত্রিক দল হিসেবে গড়েছেন বঙ্গবন্ধু

স্টাফ রিপোর্টার ॥ আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বঙ্গবন্ধু আওয়ামী লীগকে একটা গণতান্ত্রিক এবং নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে গড়ে তুলেছেন। তিনি সব সময়ই নিয়মতান্ত্রিক রাজনীতি করতেন এবং তিনি নিয়মতান্ত্রিকভাবেই স্বাধিকার ও ভাষা আন্দোলন গড়ে তুলে বাঙালী জাতির অধিকার প্রতিষ্ঠা করেছেন। নিয়মতান্ত্রিক আন্দোলনের কারণে পাকিস্তান আমলে আওয়ামী লীগকে কেউ সন্ত্রাসী দল বলতে পারেন নাই। পাকিস্তান সামরিক আইন দ্বারা আন্দোলন বার বার বাধাপ্রাপ্ত হলেও কোন সময়ই বঙ্গবন্ধু তাঁর পথ ছেড়ে বিচ্যুত হননি। তিনি শেষ পর্যন্ত এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য লড়াই করে গেছেন এবং আমাদের একটি ভূখ-, একটি মানচিত্র ও একটি দেশ উপহার দিয়ে গেছেন। বঙ্গবন্ধুর এই সংগ্রামের সময়ে তার সঙ্গে যারা সঙ্গী ছিলেন, তার মধ্যে আবদুল বারী উকিল অন্যতম। তিনি অসুস্থ অবস্থাতেও দেশের জন্য কাজ করেছেন। রবিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার লেকচার থিয়েটারে ব্রাহ্মণবাড়িয়ার ‘আবদুল বারী উকিলের এক আদর্শিক রাজনীতির মূর্ত প্রতীক’ শীর্ষক বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। ভাষা সৈনিক আবদুল বারী উকিল ফাউন্ডেশন উক্ত অনুষ্ঠানের আয়োজন করে।
×