ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ৩০ বছরের ফুটপাথ অবশেষে দখলমুক্ত

প্রকাশিত: ০৫:২৪, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

চট্টগ্রামে ৩০ বছরের ফুটপাথ অবশেষে দখলমুক্ত

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে চট্টগ্রাম রেলস্টেশন এলাকার ফুটপাথ দখল করে চলছিল চোরাই মোবাইলের রমরমা ব্যবসা। সিন্ডিকেট হকারদের তোপের মুখে পড়ে পথচারীরাও ফুটওভার ব্রিজটি ব্যবহার করে স্টেশনে যেতে পারত না। রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ৫ ঘণ্টার অভিযানে উচ্ছেদ করা হয় শতাধিক হকারকে। পূর্বাঞ্চলীয় রেলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট ইশরাত রেজার নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযোগ রয়েছে, চট্টগ্রাম রেলস্টেশনের সামনে থাকা ফুটপাথকে ঘিরে ভাসমান হকারদের কাছ থেকে চাঁদা আদায় করত বেশ কয়েকটি সিন্ডিকেট। এসব সিন্ডিকেটের কাছ থেকে নিয়মিত কোতোয়ালি থানা-পুলিশের কাছেও চাঁদার অংশ চলে যাওয়ার কারণে দীর্ঘ সময় চোরাই মোবাইলের হাট হিসেবে পরিচিত ছিল। শুধু তাই নয়, নগরীর বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া তৈজসপত্র ও পরিধেয় বস্ত্রও বিক্রি হত এ হাটে। এছাড়াও মাদকের রমরমা বাণিজ্য দিনের বেলাতেই চলত পথচারীদের সঙ্গে। বিশেষ করে বিশ্ববিদ্যালয় ট্রেন থেকে নেমে অনেক শিক্ষার্থীও ছিনতাইয়ের কবলে পড়ত এখানে। উচ্ছেদ অভিযানের সময় দফায় দফায় ইটপাটকেল মেরে ভ্রাম্যমাণ আদালতকে ভ-ুল করার চেষ্টা করে অবৈধ দখলদাররা। স্টেশন রোডের এ এলাকাটিতে ট্রেন থেকে যাত্রীরা নামার পর যখন গাড়ির অপেক্ষায় থাকে ওই মুহূর্তে বিভিন্ন সিন্ডিকেট যাত্রীদের মূল্যবান জিনিসপত্র ছো মেরে নিয়ে যাওয়ার ঘটনাও নিত্যনৈমিত্তিক। এছাড়াও পথচারী ও পরিবহন যাত্রীদের কাছ থেকে মোবাইল-ঘড়িসহ স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়ার ঘটনাও ঘটছে। এ ব্যাপারে রেলওয়ের ম্যাজিস্ট্রেট ইশরাত রেজা জনকণ্ঠকে জানান, দীর্ঘ সময় এ স্পর্শকাতর স্থানটি অবৈধ দখলে রাখায় যাত্রীসাধারণ যেমন ঝুঁকিপূর্ণ অবস্থানে ছিল, তেমনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ছিনতাইকারীদের শিকার হতো। পরিষ্কার-পরিচ্ছন্ন একটি জায়গাকে তারা অপরাধের স্বর্গরাজ্য বানিয়ে পথচারীদের বিঘœ সৃষ্টি করেছে।
×